শহীদ ইসরার

শহীদ ইসরার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
শহীদ ইসরার
জন্ম(১৯৫০-০৩-০১)১ মার্চ ১৯৫০
করাচি, পাকিস্তান
মৃত্যু২৯ এপ্রিল ২০১৩(2013-04-29) (বয়স ৬৩)
করাচি, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৭৩)
৩০ অক্টোবর ১৯৭৬ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩১
রানের সংখ্যা ৮৬৮
ব্যাটিং গড় - ২৮.০০
১০০/৫০ -/- -/৩
সর্বোচ্চ রান ৭* ৯৩
বল করেছে - -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ৬৬/২২
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ অক্টোবর ২০২০

শহীদ ইসরার (উর্দু: شاہد اسرار‎‎; জন্ম: ১ মার্চ, ১৯৫০ - মৃত্যু: ২৯ এপ্রিল, ২০১৩) সিন্ধু প্রদেশের করাচি এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[][][]

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে করাচি ও সিন্ধু দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট

[সম্পাদনা]

১৯৬৮-৬৯ মৌসুম থেকে ১৯৭৮-৭৯ মৌসুম পর্যন্ত শহীদ ইসরারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। তবে, অনিয়মিত অবস্থায় খেলতেন। কেবলমাত্র তিন মৌসুমে পূর্ণাঙ্গ সময় দিতে পেরেছিলেন।

সবমিলিয়ে ৩১টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন তিনি। এ পর্যায়ে ২৮ গড়ে ৮৬৮ রান তুলেন। উইকেটের পিছনে অবস্থান করে ৬৬ ক্যাচ ও ২২টি স্ট্যাম্পিং করেন তিনি। এক দশকের অধিক সময় প্রথম-শ্রেণীর ক্রিকেটের সাথে জড়িত ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন শহীদ ইসরার। ৩০ অক্টোবর, ১৯৭৬ তারিখে করাচিতে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

ঐ টেস্টে তিনি ক্যাচ হাতছাড়া করেন। এর খেসারত গুণতে হয় দলকে। এ পর্যায়ে তার দলের জয়ের অবস্থানে ছিল। এগারো নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭ রানে অপরাজিত ছিলেন।

২৯ এপ্রিল, ২০১৩ তারিখে ৬৩ বছর বয়সে সিন্ধু প্রদেশের করাচি এলাকায় শহীদ ইসরারের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. List of Pakistan Test Cricketers
  2. "Pakistan – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০ 
  3. "Pakistan – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]