শহীদ সাঈদ

শহীদ সাঈদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
শহীদ সাঈদ
জন্ম (1966-01-06) ৬ জানুয়ারি ১৯৬৬ (বয়স ৫৮)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১১০)
১৫ নভেম্বর ১৯৮৯ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ৭০)
১৪ অক্টোবর ১৯৮৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই১২ জানুয়ারি ১৯৯৩ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ১১১ ৯৬
রানের সংখ্যা ১২ ১৪১ ৬৫৮৮ ২৯৩৩
ব্যাটিং গড় ১২.০০ ১৪.১০ ৩৮.৮৬ ৩৪.৫০
১০০/৫০ ০/০ -/১ ১৩/৩৩ ০/২৮
সর্বোচ্চ রান ১২ ৫০ ২২৯ ৯২*
বল করেছে ৯০ ২২২ ৪৩১১ ২৬৬৩
উইকেট ৮৩ ৬০
বোলিং গড় ৫৩.০০ ৩১.৩৭ ৩৫.৬৮
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ২/২০ ৪/২১
ক্যাচ/স্ট্যাম্পিং -/– ২/- ৬৭/- ২৬/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৫ জানুয়ারি ২০২১

শহীদ সাঈদ (উর্দু: شاہد سید‎‎; জন্ম: ৬ জানুয়ারি, ১৯৬৬) পাঞ্জাব প্রদেশের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০-এর দশকের শেষদিক থেকে শুরু করে ১৯৯০-এর দশকের সূচনালগ্ন পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে লাহোর দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯৮৩-৮৪ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত শহীদ সাঈদের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট ও দশটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন শহীদ সাঈদ। ১৫ নভেম্বর, ১৯৮৯ তারিখে করাচীতে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। অন্যদিকে, ১৪ অক্টোবর, ১৯৮৯ তারিখে শারজায় ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ১২ জানুয়ারি, ১৯৯৩ তারিখে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।

প্রবাদপ্রতিম শচীন তেন্ডুলকরওয়াকার ইউনুসসহ অপর চারজন ক্রিকেটারকে সাথে নিয়ে একযোগে টেস্ট অভিষেক ঘটে তার।[][]

বর্তমানে তিনি ইংল্যান্ডে বসবাস করছেন ও একটি প্রতিষ্ঠানে রেলওয়ের যন্ত্রাংশ নির্মাণের সাথে জড়িত রয়েছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Archived copy"। ২০১৩-১১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১২ 
  2. "Shahid Saeed"Cricinfo 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]