শাদাব কবির

শাদাব কবির
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মদ শাদাব কবির সিদ্দিকী
জন্ম (1977-11-12) ১২ নভেম্বর ১৯৭৭ (বয়স ৪৭)
করাচি, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩৭)
২৫ জুলাই ১৯৯৬ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৬ জানুয়ারি ২০০২ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১০৫)
১ সেপ্টেম্বর ১৯৯৬ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই২৩ সেপ্টেম্বর ১৯৯৬ বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১৪৮ -
ব্যাটিং গড় ২১.১৪ -
১০০/৫০ -/১ -/-
সর্বোচ্চ রান ৫৫ -
বল করেছে -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ১১/- ১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ জানুয়ারি ২০২১

মোহাম্মদ শাদাব কবির সিদ্দিকী (উর্দু: شاداب کبیر‎‎; জন্ম: ১২ নভেম্বর, ১৯৭৭) সিন্ধু প্রদেশের করাচি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়কাল থেকে ২০০০-এর দশকের সূচনালগ্ন পর্যন্ত পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[]

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে করাচি দলের প্রতিনিধিত্ব করেন শাদাব কবির। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯৯৫-৯৬ মৌসুম থেকে ২০১২ সাল পর্যন্ত শাদাব কবিরের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্ট ও তিনটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন শাদাব কবির। ২৫ জুলাই, ১৯৯৬ তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৬ জানুয়ারি, ২০০২ তারিখে চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে তিনজন ক্রিকেটারের অন্যতম হিসেবে প্রথম তিনটি খেলায় শূন্য রানে বিদেয় নেন। এরপর আর তাকে ওডিআইয়ে খেলার সুযোগ না দেয়ার ফলে অগৌরবজনক ওডিআই খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]