নীতিবাক্য | জাতির সৃজনশীল গন্তব্য |
---|---|
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০৩ |
ইআইআইএন | ১৩৬৬৫৫ |
চেয়ারম্যান | মো. ইমামুল কবির শান্ত |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম |
ঠিকানা | বাড়ী ১১, সড়ক ১৭/এ এবং বাড়ী ১২ ও ১৪, সড়ক ১৭/বি, সেক্টর ১২ , , , |
শিক্ষাঙ্গন | উত্তরা |
পোশাকের রঙ | প্রুশীয় নীল |
সংক্ষিপ্ত নাম | SMUCT |
অধিভুক্তি | বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (বাংলায়ঃ শান্ত-মরিয়ম সৃজনশীল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের ঢাকা জেলার উত্তরায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়।[১][২]
বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় এর প্রতিষ্ঠাতা মো. ইমামুল কবির শান্ত ও তার স্ত্রী তাহমিনা চৌধুরী কবির মারিয়ামের নামানুসারে। বিশ্ববিদ্যালয়টির বর্তমানে ৬টি ক্যাম্পাস রয়েছে যার মধ্যে উত্তরায় ৪টি, লালমাটিয়ায় ১টি ও আশুলিয়ায় ১টি।
এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (এপ্রিল ২০২৩) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এ তিনটি অনুষদ রয়েছে। সেগুলো হলো যথাক্রমেঃ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |