ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | শামস জাকির মুলানি |
জন্ম | রায়গড়, মহারাষ্ট্র, ভারত | ১৩ মার্চ ১৯৯৭
ব্যাটিংয়ের ধরন | বাম হাতি |
বোলিংয়ের ধরন | ধীরগতির বামহাতি আর্ম অর্থোডক্স |
ভূমিকা | অলরাউন্ডার |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০১৮–বর্তমান | মুম্বাই |
উৎস: Cricinfo, 11 January 2018 |
শামস মুলানি (জন্ম: ১৩ মার্চ, ১৯৯৭) হলেন একজন ভারতীয় ক্রিকেটার, যিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বাই এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে থাকেন। [১] ২০১৮ সালের ১১ জানুয়ারি মুম্বাইয়ের হয়ে ২০১৭-১৮ জোনাল টি-টোয়েন্টি লিগে শামসের টি-টোয়েন্টি অভিষেক হয়। [২] তিনি ২০১৭-১৮ বিজয় হাজারে ট্রফিতে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের হয়ে তার লিস্ট এ অভিষেক করেন। [৩]
২০১৮ সালের অক্টোবরে শামসকে ২০১৮-১৯ দেওধর ট্রফির জন্য ভারত এ- এর স্কোয়াডে নাম দেওয়া হয়। [৪] ২০১৮ সালের ডিসেম্বর মাসে তাকে ২০১৮ এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের জন্য ভারতের দলে নাম দেওয়া হয়েছিল। [৫] ডিসেম্বর, ২০১৯ সালে ২০১৯-২০ রঞ্জি ট্রফির উদ্বোধনী রাউন্ডে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন। [৬]