শামসুদ্দিন কিরমানী

শামসুদ্দীন কিরমানী
ব্যক্তিগত তথ্য
জন্ম১৩১৭ সাল
মৃত্যু১৩৮৪ সাল
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রশাফিঈ
উল্লেখযোগ্য কাজআল-কাওয়াকিব আল-দারারি ফি শরাহ সহীহ আল-বুখারী

শায়খ মুহাম্মদ বিন ইউসুফ বিন আলী বিন সাঈদ শামসুদ্দীন কেরমানী (আরবি: شيخ شمس الدين الكرماني) বা কিরমানি (৭১৭ হিজরি ১৩১৭ সাল — ৭৮৬ হিজরি ১৩৮৪ সাল[]) ছিলেন একজন সুন্নি মুসলিম পণ্ডিত।] তিনি আল্লামা কিরমানী নামে অধিক পরিচিত। তিনি সহীহ বুখারীর একটি তাফসীর (ব্যাখ্যাগ্রন্থ) লিখেছেন।[]

শামসুদ্দীন কিরমানী ৭১৭ হিজরির ২৬ জমাদিউস সানি মোতাবেক ১৩১৭ সালের ২ সেপ্টেম্বর ইরানের কিরমানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বাহাউদ্দীন।[]

মৃত্যু

[সম্পাদনা]

তিনি ৭৮৬ হিজরির মহররম মাসে (১৩৮৪ সাল) হজ্জ থেকে ফিরে আসার পর বাগদাদে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Archived copy"। ২০০৬-১১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১১-১৯ 
  2. "محمد بن يوسف بن علي الكرماني البغدادي شمس الدين"www.tarajm.com। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২২