শামা জেহরা জাইদি | |
---|---|
জন্ম | |
পেশা |
|
দাম্পত্য সঙ্গী | এম এস সথ্যু |
শামা জাইদি (জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯৩৮) একজন ভারতীয় চিত্রনাট্য লেখিকা, কস্টিউম ডিজাইনার, শিল্প পরিচালক, নাট্য ব্যক্তিত্ব, শিল্প সমালোচক ও তথ্যচিত্র নির্মাতা।[১][২] তিনি পরিচালক এম এস সথ্যুকে বিয়ে করেছেন। শামা জাইদি ২০২১ সালে আইসিএ - আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্পকর্ম চলচ্চিত্র উৎসবে আজীবন অর্জন পুরস্কারে সম্মানিত হন।
শামা জাইদি একজন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ বশির হোসেন জাইদি ও তার স্ত্রী কুদসিয়া জাইদির কন্যা। তার মা কুদসিয়া সাম্যবাদী মতাদর্শী ও নাট্য ব্যক্তিত্ব হাবিব তানভীরের সহযোগী ছিলেন। শামা দম্পতির একমাত্র মেয়ে ও তার দুই ভাই রয়েছে। তার মা-বাবা উভয়েই ভারতের "প্রগতিশীল" সাম্যবাদী আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং শামা একটি দৃঢ় বামপন্থী পরিবেশে বেড়ে ওঠেন। তিনি মুসৌরীর উডস্টক বিদ্যালয়ে এবং তারপর নতুন দিল্লির মিরান্ডা হাউসে শিক্ষা লাভ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি ও লন্ডনের স্লেড শিল্প বিদ্যালয় থেকে নাট্যমঞ্চ নকশায় ডিপ্লোমা করেছেন। টেলিভিশন ধারাবাহিক ভারত এক খোঁজ-এ তার চমৎকার চিত্রনাট্য লেখার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
জাইদি মুসৌরির উডস্টক বিদ্যালয়ে পড়ার সময় কস্টিউম ডিজাইনে আগ্রহী হয়ে ওঠেন, যেখানে ব্যাপক থিয়েটার কার্যক্রম ছিল। এছাড়াও তার মা কুদসিয়া জাইদির প্রভাবের কারণে যিনি ১৯৫০-এর দশকের শেষদিকে হাবিব তানভীর ও অন্যান্য বন্ধুদের সাথে হিন্দুস্তানি থিয়েটার শুরু কতেন। মিরান্ডা হাউসে কলেজের দিনগুলোতে তিনি হিন্দুস্তানি থিয়েটারে সক্রিয় আগ্রহের পাশাপাশি সেখানে মঞ্চ নির্মাণে সাহায্য করতে শুরু করেছিলেন।
বিএ-এর পর, শামা মঞ্চ ও কস্টিউম ডিজাইনের এক বছরের কোর্সের জন্য লন্ডনের স্লেড স্কুল অফ আর্টে যান। এরপর তিনি জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পৌরসভা থিয়েটারে একজন শিক্ষানবিশ হিসেবে কাজ করেন এবং কিছু সময়ের জন্য বার্লিনার এনসেম্বলে একজন পর্যবেক্ষক হিসেবে কাজ করেন। (হের হেইন হেকরোথ, ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন, পশ্চিম জার্মানির মঞ্চ, ফিল্ম এবং টিভি ডিজাইনে শিক্ষানবিশ। হের হেকরোথ রেড শুজ হফম্যান'স টেলস ইত্যাদির ডিজাইনার ছিলেন। )
তিনি ১৯৬১ সালে দিল্লিতে ফিরে আসেন এবং ১৯৬৫ সালে বোম্বেতে যাওয়ার আগে হিন্দুস্তানি থিয়েটারের জন্য পোশাক ডিজাইন করেন যেখানে তিনি মুম্বাইয়ের ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (আইপিটিএ) এর লেখক, নকশাকার, অভিনেত্রী ও পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৮০ সাল থেকে তিনি মঞ্চনাটকের চেয়ে চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য বেশি নকশা করেছেন।
তিনি নিম্নলিখিত পর্যায়ের প্রযোজনার জন্য একজন লেখক, পরিচালক, কস্টিউম ডিজাইনার বা আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন -
তিনি ১৯৭২ সাল থেকে আইপিটিএ-এর আন্তঃ কলেজিয়েট নাটক প্রতিযোগিতার সাথে বিচারক সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
তিনি সত্যজিৎ রায়, শ্যাম বেনেগাল, এমএস সথ্যু এবং অন্যান্যদের সাথে প্রামাণ্যচিত্র ও কাহিনী চিত্রের চিত্রনাট্য/সংলাপ লিখেছেন। তিনি কস্টিউম ডিজাইনার ও শিল্প নির্দেশক হিসেবেও কাজ করেছেন।
পরিচালনা শ্যাম বেনেগল; চিত্রনাট্য শামা জাইদি হাবিব তানভীরের একটি বিখ্যাত রাজস্থানী লোককাহিনীর পুনরুক্তির উপর ভিত্তি করে। গানগুলো করেছেন হাবিব তানভীর এবং বেশিরভাগ সংলাপ ইম্প্রোভাইজ করেছেন লোকশিল্পীরা।
ইসমত চুগতাইয়ের একটি ছোট গল্পের উপর ভিত্তি করে, যা তিনি একটি ফিল্ম ট্রিটমেন্টে প্রসারিত করেছিলেন। সেরা চিত্রনাট্যের জন্য ফিল্মফেয়ার পুরস্কার (কাইফি আজমির সাথে একযোগে)।[৩]
পরিচালনা শ্যাম বেনেগল; শিল্প নির্দেশনা শামা জাইদি
পরিচালনা সত্যজিৎ রায় ; কস্টিউম ডিজাইন শামা জাইদি পটভূমি বিষয়ক গবেষণায় সত্যজিৎকে সহায়তা করেন এবং উর্দুতে ভারতীয় চরিত্রের জন্য জাভেদ সিদ্দিকীর সাথে সংলাপ অনুবাদ করেন।
নির্দেশনা এম এস সথ্যু ; চিত্রনাট্য শামা জাইদি কর্ণাটকের মালনাদ অঞ্চলের একজন কিংবদন্তি ডাকাতের শোষণের উপর ভিত্তি করে।
পরিচালনা শ্যাম বেনেগল; শিল্প নির্দেশনা শামা জাইদি ১৯৪০-এর দশকের মারাঠি লোকনাট্য ও চলচ্চিত্র তারকা হাঁসা ওয়াদকরের জীবনী অবলম্বনে।
পরিচালনা মোজাফফার আলী; চিত্রনাট্য শামা জাইদি এবং জাভেদ সিদ্দিকী ১৯শ শতাব্দীর উর্দু উপন্যাসের উপর ভিত্তি করে।
নির্দেশনা রবিন (রবীন্দ্র) ধর্মরাজ; জয়বন্ত দলবির উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য ও সংলাপ শামা জাইদি ও জাভেদ সিদ্দিকী।
নির্দেশনা এম এস সথ্যু ; চিত্রনাট্য ও সংলাপ শামা জাইদি এবং জাভেদ সিদ্দিকী ইউআর অনন্তমূর্তি এর একটি ছোট উপন্যাস অবলম্বনে।
পরিচালনা শ্যাম বেনেগল ; চিত্রনাট্য শামা জাইদি একটি বিখ্যাত জমি বিরোধ মামলার উপর ভিত্তি করে।
পরিচালনা [[শ্যাম বেনেগল] ; চিত্রনাট্য ও চিত্রনাট্য শামা জাইদি, শ্যাম বেনেগল ও সত্যদেব দুবে
নির্দেশনা এম এস সথ্যু ; মূল চিত্রনাট্য শামা জাইদি
পরিচালনা শ্যাম বেনেগল ; চিত্রনাট্য শামা জাইদি অন্ধ্রের ইকাত তাঁতদের উপর মূল চিত্রনাট্য।
পরিচালনা শ্যাম বেনেগল ; চিত্রনাট্য শামা জাইদি এবং শ্যাম বেনেগাল শ্যাম বেনেগালের একটি ধারণার উপর ভিত্তি করে।
পরিচালনা শ্যাম বেনেগল ; চিত্রনাট্য শামা জাইদি ও সুনীল শানবাগ পান্ডুরং শাস্ত্রী আথাভালে প্রতিষ্ঠিত স্বাধ্যায় সামাজিক-ধর্মীয় আন্দোলনের উপর ভিত্তি করে একটি মূল চিত্রনাট্য।
পরিচালনা শ্যাম বেনেগল; চিত্রনাট্য শামা জাইদি ধর্মবীর ভারতীর উপন্যাসের উপর ভিত্তি করে একটি রহস্যময় চিত্রনাট্য।
পরিচালনা শ্যাম বেনেগল; চিত্রনাট্য শামা জাইদি ও খালিদ মোহাম্মদ
পরিচালনা শ্যাম বেনেগল; চিত্রনাট্য শামা জাইদি, শ্যাম বেনেগল এবং ফাতিমা মীর দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর জীবনের উপর একটি ইন্দো-দক্ষিণ আফ্রিকান যৌথ প্রযোজনা।
পরিচালনা শ্যাম বেনেগল; চিত্রনাট্য শামা জাইদি ও খালিদ মোহাম্মদ
শিল্প নির্দেশনা শামা জাইদি
কস্টিউম ডিজাইন শামা জাইদি
পরিচালনা শ্যাম বেনেগল; চিত্রনাট্য ও সংলাপ শামা জাইদি পরিবার কল্যাণ মন্ত্রকের জন্য তৈরি নারীর ক্ষমতায়নের উপর একটি চলচ্চিত্র।
পরিচালনা শ্যাম বেনেগল; অতিরিক্ত চিত্রনাট্য ও সংলাপ শামা জাইদি
পরিচালনা শ্যাম বেনেগল; চিত্রনাট্য ও সংলাপ শামা জাইদি ও অতুল তিওয়ারি সাহারা এন্টারটেইনমেন্টের জন্য সুভাষচন্দ্র বসুর শেষ বছরগুলোর উপর একটি চলচ্চিত্র
পরিচালনা শ্যাম বেনেগল; চিত্রনাট্য ও সংলাপ শামা জাইদি ও অতুল তিওয়ারি প্রসপার মেরিমির ১৯শ শতাব্দীর উপন্যাস "কারমেন" দ্বারা অনুপ্রাণিত একটি চলচ্চিত্র
পরিচালনা শ্যাম বেনেগল ; চিত্রনাট্য ও সংলাপ শামা জাইদি ও অতুল তিওয়ারি বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত একটি চলচ্চিত্র