শারজাহ ٱلشَّارقَة | |
---|---|
মহানগর | |
শারজাহ | |
ওপর থেকে (ঘড়ির কাটা অনুসারে): আল খান লেগুন, ঐতিহ্যবাহী শহর, আল নূর মসজিদ, সাংস্কৃতিক কেন্দ্র, নীল বিপনী, আল কসবা খাল | |
স্থানাঙ্ক: ২৫°২১′২৭″ উত্তর ৫৫°২৩′২৭″ পূর্ব / ২৫.৩৫৭৫০° উত্তর ৫৫.৩৯০৮৩° পূর্ব | |
দেশ | সংযুক্ত আরব আমিরাত |
আমিরাত | শারজাহ আমিরাত |
সরকার | |
• ধরন | রাজতন্ত্র |
• শেখ | সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমী |
আয়তন | |
• মহানগর | ২৩৫.৫ বর্গকিমি (৯০.৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৯) | |
• মহানগর | ১২,৭৪,৭৪৯ |
শারজাহ (/ˈʃɑːrdʒə/; আরবি: ٱلشَّارقَة; আরবীয় উপসাগর: aš-šārja[১]) হলো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আমিরাতের রাজধানী। এটি দুবাই ও আবুধাবির পর সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর এবং এটি দুবাই-শারজাহ-আজমান মহানগর গঠনকারী অঞ্চলের অংশ বিশেষ।
শারজাহ সরকারিভাবে ডব্লিউএইচও-এর স্বাস্থ্যকর শহর হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত।[২] শারজাহকে সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে বিবেচনা করা হয়,[৩] এবং ২০১৪ সালের জন্য এটি ইসলামিক সংস্কৃতির রাজধানী ছিল।[৪] ইউনেস্কো ২০১৯ সালের জন্য শারজাকে বিশ্ব পুস্তক রাজধানী হিসাবে নামকরণ করে।[৫]