শালিনী কাপুর সাগর | |
---|---|
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৬ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রহিত সাগর |
সন্তান | ১ (অদিত্য) |
শালিনী কাপুর সাগর (বাংলা : কবুল করলাম) একজন ভারতীয় ধারাবাহিকের অভিনেত্রী।[১] তিনি কবুল হ্যায় সহ অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। কাপুর দুবাই-ভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান দাস্তান দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন।[২]
কাপুর থিয়েটার এবং টেলিভিশন অভিনেতা রোহিত সাগরকে বিয়ে করেছেন। ফেব্রুয়ারী ২০১১ সালে এই দম্পতি তাদের কন্যা আদিয়ার জন্ম দেন।[৩]