শাহ আব্বাস মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
ধর্মীয় অনুষ্ঠান | ১২ ইমাম পন্থী শিয়া |
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | মসজিদ (১৬০৬–১৮২৮(?)) |
অবস্থান | |
অবস্থান | ![]() |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইরানি স্থাপত্য (সাফাভি রীতি) |
সম্পূর্ণ হয় | ১৬০৬ |
মিনার | নেই |
শাহ আব্বাস মসজিদ হচ্ছে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান শহরের ১৬ শতকে নির্মিত একটি মসজিদ। তৎকালীন পারস্য পারস্যের সাফাভি শাসক প্রথম আব্বাস (পারস্য) প্রথম শাহ আব্বাসের রাজত্বকালে নির্মিত হয়েছিল। তাই মসজিদটির এরূপ নামকরণ করা হয়। আজারবাইজানে অবস্থিত গানজার জুমা মসজিদ বা শাহ আব্বাস মসজিদও একই সময়ে নির্মিত হয়।