শাহ নওয়াজ খান | |
---|---|
![]() | |
জন্ম | মাতোরে, পাঞ্জাব, ব্রিটিশ ভারত (বর্তমান পাঞ্জাব, পাকিস্তান) | ২৪ জানুয়ারি ১৯১৪
মৃত্যু | ৯ ডিসেম্বর ১৯৮৩ ভারত | (বয়স ৬৯)
আনুগত্য | ব্রিটিশ ভারত (১৯৪২ সাল পর্যন্ত) আজাদ হিন্দ (১৯৪৩-১৯৪৫) |
যুদ্ধ/সংগ্রাম | বার্মা অভিযান |
দাম্পত্য সঙ্গী | কারিম জান |
সন্তান | মাহমুদ নওয়াজ খান আকবর নওয়াজ খান আজমল নওয়াজ খান মুমতাজ বেগম ফাহমিদা খানম লতিফ ফাতিমা খান |
সম্পর্ক | শাহরুখ খান (নাতি),জহির-উল-ইসলাম (ভাতিজা) |
শাহ নওয়াজ খান (জানুয়ারি ১৯১৪ - ৯ ডিসেম্বর ১৯৮৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় ন্যাশনাল আর্মি (আইএনএ) এর একজন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সুভাষ চন্দ্র বসুর ভাষণে তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন , যেখানে তিনি যুদ্ধবন্দীদের ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে যোগ দিতে এবং স্বাধীন ভারতের জন্য লড়াই করতে বলেছিলেন । খান সেনাবাহিনীকে উত্তর - পূর্ব ভারতে নিয়ে যান এবং কোহিমা ও ইম্ফল দখল করেন , যা জাপানিদের কর্তৃত্বের অধীনে আইএনএ দ্বারা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়েছিল । ১৯৪৪ সালের ডিসেম্বরে শাহ নওয়াজ খান মান্দালয়ে ১ম বিভাগের কমান্ডার নিযুক্ত হন । যুদ্ধের পর তিনি রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হন এবং ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি পাবলিক কোর্ট - মার্শালে মৃত্যুদণ্ডের আদেশ পান । তখন ভারতে অস্থিরতা ও বিক্ষোভের পর ভারতীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি তাঁর সাজা কমিয়ে দেন । জেল থেকে মুক্তি পাওয়ার পর খান ঘোষণা করেন যে তিনি এখন থেকে মহাত্মা গান্ধীর অহিংসার পথ অনুসরণ করবেন এবং তিনি কংগ্রেস দলে যোগ দেন । ১৯৫২ সালে মীরাট থেকে প্রথম লোকসভায় সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করে খান তাঁর সংসদীয় কর্মজীবন শুরু করেছিলেন । তিনি ১৯৫১,১৯৫৭,১৯৬২ এবং 1971 সালে মীরাট নির্বাচনী এলাকা থেকে চারবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন । ১৯৬৭ এবং ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে তিনি মীরাট থেকে হেরে যান ।[১][২]
তিনি তাঁর আত্মজীবনীতে উল্লেখ করেছেন , খান ১৯১৪ সালের ২৪শে জানুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার মাতোরে গ্রামে এক পাঞ্জাবি জাঞ্জুয়া রাজপুত[৩] পরিবারে জন্মগ্রহণ করেন ।[৪][৫]
তিনি বলিউড অভিনেতা শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মদ খানের চাচাত ভাই ছিলেন ।
তার অন্যান্য আত্মীয়রা পাকিস্তান সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন , যার মধ্যে তাঁর ভাগ্নে লেফটেন্যান্ট - জেনারেল (র. জাহির - উল - ইসলাম) ছিলেন , যিনি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আইএসআই - এর মহাপরিচালক ছিলেন ।[৬]
তিনি প্রিন্স অফ ওয়েলস রয়্যাল ইন্ডিয়ান মিলিটারি কলেজে সামরিক শিক্ষা লাভ করেন ।[৭] তিনি ১৪তম পাঞ্জাব রেজিমেন্টে কমিশন লাভ করেন ।