শাহ সিদ্দিক | |
---|---|
অন্য নাম | শাহ সিদ্দিকী, শাহ সিদ্দিক |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
মৃত্যু | পাঁচপাড়া |
সমাধিস্থল | পাঁচপাড়া, ৩নং ওয়াড, ওসমানপুর ইউনিয়ন, ওসমানী নগর |
ধর্ম | সুন্নি ইসলাম |
বংশ | আবু বকর |
অন্য নাম | শাহ সিদ্দিকী, শাহ সিদ্দিক |
আত্মীয় | আবু বকর (পূর্বপুরুষ) |
ঊর্ধ্বতন পদ | |
ভিত্তিক | ওসমান নগর, সিলেট, বাংলাদেশ |
কাজের মেয়াদ | ১৪ শতকের শুরুর দিকে |
পদ | ধর্মীয় ব্যক্তিত্ব |
শাহ সিদ্দিক ছিলেন চৌদ্দ শতকের সুফি সাধক এবং তুরস্ক থেকে শাহ জালালের সাথে সিলেটে আসা ৩৬০ জন আউলিয়া একজন। তিনি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের বংশধর ছিলেন। পাঁচপাড়া, ওসমানপুর ইউনিয়ন, ওসমানী নগর উপজেলায় শাহ সিদ্দিকের বংশধর সিদ্দিকী উপাধি বহন করে।[১]
মৃত্যুর পর শাহ সিদ্দিককে সিলেট জেলার পাঁচপাড়া গ্রামে সমাধিস্থ করা হয়েছে। তার নামানুসারে পাঁচপাড়া শাহ সিদ্দিক (রঃ) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে।
ইসলাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |