শাহজয় জেলা আফগানিস্তানের জাবুল প্রদেশের দক্ষিণে অবস্থিত একটি অন্যতম জেলা। ২০১৩ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৫৬,৮০০ জন এর মত।[১] এটি গজনি প্রদেশের পার্শ্ববর্তী জেলা, যেটি প্রদেশের পূর্ব অঞ্চলে অবস্থান করছে। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে শাহ জয় নামক একটি শহর।
আফগানিস্তানের, ওয়ারদক প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |