শিখা সিংহ | |
---|---|
![]() | |
জন্ম | ৭ ফেব্রুয়ারি |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | করণ শাহ (বি. ২০১৬) |
সন্তান | ১ |
শিখা সিংহ শাহ একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।[১][১][২][৩]
সিংহ সাব টিভির লেফট রাইট লেফট ধারাবাহিকে ক্যাডেট আকৃতি ভাটের চরিত্রে অভিনয় করে তাঁর অভিনয় জীবন শুরু করেন। এর পরে তাঁকে জি টিভির মেরি ডোলি তেরে অঙ্গানা এবং ঘর কি লক্ষ্মী বেটিয়া যে অভিনয় করতে দেখা গেছে। ২০০৯ সালে কালার্স টিভির উত্তরণ ধারাবাহিকে কুক্কি চরিত্রে অভিনয় করেন, পরের বছর তিনি কালার্স টিভিতে না আনা ইস দেশ লাডো ধারাবাহিকে আম্বা সাংবান চরিত্রে অভিনয় করেন।
সাল | নাম | চরিত্র |
---|---|---|
২০১৫-২০১৬ | পিয়ার কো হো জানে দো | সাবিনা খান |
২০১৬ | কমেডি নইটস বাঁচাও | নিজেই |
২০১৬ | চন্দ্র নান্দিনি | রাজকুমারী |
২০১৭ | কমেডি দঙ্গল | নিজেই |
২০১৭-২০১৮ | কুণ্ডলী ভাগ্য | আলিয়া প্রেম মেহরা |
২০১৯ | লাল ইসক ধারাবাহিক | ভিবাহ |
২০১৯ | বক্স ক্রিকেই লীগ | নিজেই |