শিঘনান জেলা شهرستان شغنان Ноҳияи Шиғнони | |
---|---|
স্থানাঙ্ক: ৩৭°৩৭′০″ উত্তর ৭১°২৭′০″ পূর্ব / ৩৭.৬১৬৬৭° উত্তর ৭১.৪৫০০০° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | বাদাখশন প্রদেশ |
রাজধানী | শুঘানন |
আয়তন | |
• স্থলভাগ | ১,৩৬২ বর্গমাইল (৩,৫২৮ বর্গকিমি) |
জনসংখ্যা | |
• মোট | ২৭,৭৫০ |
সময় অঞ্চল | ইউটিসি +৪:৩০ |
শিঘনান জেলা (ফার্সি: شهرستان سغنان -তাজিক: Ноҳияи Шиғнони) পূর্ব আফগানিস্তানের বাদাখশন প্রদেশের ২৮ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। এটি আফগানিস্তান ও তাজিকিস্তান মধ্যে বিভক্ত হওয়া অঞ্চল যা বর্তমান সময়ের শিঘনান জেলার ঐতিহাসিক অঞ্চলের অংশ হিসেবে পরিচিত। জেলাটি প্রাথমিকভাবে পাঞ্জা নদী এবং তাজিকিস্তান সীমান্তের উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমে ময়মাই জেলা, দক্ষিণ পশ্চিমে রাঘিস্তান জেলা, দক্ষিণে কোহিস্তান জেলা, আরঘঞ্জ খওয়া এবং শুহাদা জেলা এবং দক্ষিণ-পূর্বের ইশকাশিম জেলা কর্তৃক সীমানা নির্ধারিত হয়েছে।
খোয়ার, তাজিক, খোশে এবং পামিরিস জেলাটির প্রধান জাতিগত গোষ্ঠী। পশতু এবং ফার্সি ভাষায় এখানকার প্রধান ভাষা।
এই জেলাটির জনসংখ্যা প্রায় ২৭,৭৫০ এর উপর।[১]
আফগানিস্তানের বাদাখশন প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |