শিনসুকে নাকামুরা | |
---|---|
জন্ম | [১] মিনেয়ামা, কিয়োটো, জাপান[১][২] | ফেব্রুয়ারি ২৪, ১৯৮০
বাসস্থান | অরল্যান্ডো, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র[৩] |
দাম্পত্য সঙ্গী | হারুমি মায়েকাওয়া (বি. ২০০৭) |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | নাকামুরা[৪] শিনসুকে নাকামুরা[১] |
কথিত উচ্চতা | 188 cm[১][৫] |
কথিত ওজন | ২২৯ পা (১০৪ কেজি)[১][৫] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | কিয়োটো, জাপান |
প্রশিক্ষক | ইনোকি ডজো[৬] কতেতসু ইয়ামামোটো[৬] ওসামো কিডো[৬] |
অভিষেক | আগস্ট ২৯, ২০০২[১][৭] |
শিনসুকে নাকামুরা (中邑 真輔 নাকামুরা শিনসুকে, জন্ম: ফেব্রুয়ারি ২৪, ১৯৮০)[১][৭] হলেন একজন জাপানি পেশাদার কুস্তিগির এবং সাবেক মিশ্র মার্শাল শিল্পী। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ব্র্যান্ডে কুস্তি করেন।
তিনি নিউ জাপান প্রো-রেসলিংতে (এনজেপিডাব্লিউ) তার কাজের জন্য অধিক পরিচিত, যেখানে তিনি ৩ বারের আইডাব্লিউজিপি হেভিওয়েট চ্যাম্পিয়ন, ৫ বারের আইডাব্লিউজিপি আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন, ১ বারের আইডাব্লিউজিপি ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলেন। একই সাথে ২০১১ জি১ ক্লাইম্যাক্স, ২০০৬ জি১ ট্যাগ লিগ এবং ২০১৪ নিউ জাপান কাপ এর মতো টুর্নামেন্টের বিজয়ী। নাকামুরা হলেন সর্বকনিষ্ঠ আইডাব্লিউজিপি হেভিওয়েট চ্যাম্পিয়ন। তিনি উক্ত চ্যাম্পিয়নশিপটি মাত্র ২৩ বছর ৯ মাস বয়সে জয়লাভ করেছেন।[৮] ২০১৫ সালে, নাকামুরা রেসলিং অবজার্ভার নিউজলেটার হল অফ ফেমে স্থান পেয়েছেন।
ডাব্লিউডাব্লিউইর প্রধান রোস্টারে স্থান পাবার পূর্বে, নাকামুরা ডাব্লিউডাব্লিউইর উন্নয়নশীল ব্রান্ড ডাব্লিউডাব্লিউই এনএক্সটিতে কুস্তি করেছেন। সেখানে তিনি ২ বার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন, এই কৃতিত্ব শুধুমাত্র দুইজন কুস্তিগির দেখিয়েছেন। একজন হলেন নাকামুরা এবং অন্যজন হলেন সামোয়া জো।