শিব থাপা | |
---|---|
জন্ম | শিব থাপা ৮ ডিসেম্বর ১৯৯৩ |
জাতীয়তা | ভারতীয় |
পরিসংখ্যান | |
ওজন | ফ্লাইওয়েট (৫৪ কেজি) |
শিব থাপা (অসমীয়া: শিৱ থাপা) (জন্ম: ৮ই ডিসেম্বর, ১৯৯৩) একজন ভারতীয় মুষ্টিযোদ্ধা। তিনি আসামের গুয়াহাটির বাসিন্দা এবং পুণের আর্মি স্পোর্টস ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ-প্রাপ্ত। অলিম্পিক গোল্ড কোয়েস্ট নামে একটি অলাভজনক সংস্থা তাকে স্পনসর করে।[১] শিব থাপা ২০১২ লন্ডন অলিম্পিকে কোয়ালিফাই করেছেন।[২] তিনি অলিম্পিকে কোয়ালিফাই করা ভারতের কনিষ্ঠতম বক্সার।