শিবানী কাটারিয়া (জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৯৭) একজন ভারতীয় সাঁতারু। ২০১৬ অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে উনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভারতের জাতীয় বেশিরভাগ রেকর্ড ওনার দখলে।[১][২] ২০০৪ অলিম্পিকের পর উনি ভারতের প্রথম মহিলা অলিম্পিক সাঁতারু।[৩]