শিবানী গোঁসাই | |
---|---|
জন্ম | [১] উদয়পুর, ভারত | ১০ মার্চ ১৯৭৫
জাতীয়তা | ভারত |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০১ - বর্তমান |
শিবানী গোঁসাই হলেন একজম ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক যেমন কাসৌটি জিন্দেগি কে, কাহানী ঘর ঘর কি, রং বাদলতী ওধনী, লাভ ইউ জিন্দেগী এবং পিয়া কা ঘর পপিয়ারা অভিনয় করেছেন। তদুপরি, তিনি এসএসএইচএইচ ... ফির কৈ হ্যায় এ তেও অভিনয় করেন।[২][৩][৪][৫][৬][৭][৮]
গোঁসাই ২০১১ সালের শেষদিকে রাজীব গান্ধীকে বিয়ে করেছিলেন, যার সাথে তিনি ফেসবুকে পরিচয় করেছিলেন। কয়েক সপ্তাহ পরে, তিনি বিবাহবিচ্ছেদের জন্যে আবেদন করেন।