শিমলা জেলা | |
---|---|
জেলা | |
ডাকনাম: পাহাড়ের রাণী | |
![]() | |
দেশ | ভারত |
রাজ্য | হিমাচল প্রদেশ |
সদরদপ্তর | শিমলা |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | শিমলা |
আয়তন | |
• মোট | ৫,১৩১ বর্গকিমি (১,৯৮১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,১৪,০১০ |
• ক্রম | ৩য় |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | হিন্দি |
জনমিতি | |
• লিঙ্গ অনুপাত | ৯১৬ |
• স্বাক্ষরতা | ৮৪.৭৫ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
এলাকা কোড | 91 177 xxxxxxx |
আইএসও ৩১৬৬ কোড | IN-HP |
ওয়েবসাইট | hpshimla |
শিমলা জেলা ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের একটি জেলা। এ জেলার সদরদপ্তরের নামও শিমলা। পার্শ্ববর্তী জেলাগুলো হল: উত্তরে মান্দি ও কুলু, পূর্বে কিন্নৌর, দক্ষিণ-পূর্বে উত্তরাখণ্ড, দক্ষিণ-পশ্চিমে সোলান এবং দক্ষিণে সিরমৌর। সমুদ্র পৃষ্ঠ থেকে জেলার উচ্চতা ৯৮৭ মিটার (৩,২৩৮ ফুট) থেকে ৪,৫০০ মিটার (১৪,৭৬৪ ফুট) পর্যন্ত।
২০১১ সালের তথ্য অনুযায়ী এটি হিমাচল প্রদেশের কংরা ও মান্ডির পরে তৃতীয় সর্বাধিক জনবহুল জেলা (১২টির মধ্যে)।[১] এবং এটি হিমাচল প্রদেশের সর্বাধিক নগরায়িত জেলা।
জেলার সবচেয়ে বেশি পালিত ধর্মীয় বিশ্বাস হল হিন্দু ধর্ম। হিন্দি এবং পাহাড়ি ভাষা হল এখানকার সর্বাধিক কথিত ভাষা। পর্যটন এবং কৃষিকাজ / উদ্যানতন্ত্র আয়ের প্রধান উৎস।
শিমলা জেলা ভুমিকম্পে ঝুঁকিপূর্ণ এলাকা। কোপেন জলবায়ু শ্রেণিবিন্যাস অনুযায়ী এখানে উপক্রান্তীয় উচ্চভূমি জলবায়ু বিরাজমান। শিমলার জলবায়ু শীতকালে মূলত শীতল এবং গ্রীষ্মের মধ্যে মাঝারি উষ্ণ থাকে। তাপমাত্রা সাধারণত সারাবছর ধরে −৪° সেলসিয়াস (২৫° ফারেনহাইট) থেকে ৩১° সেলসিয়াস (৮৮° ফারেনহাইট) পর্যন্ত থাকে।
শিমলা (১৯৫১ - ১৯৮০)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ২১.৪ (৭০.৫) |
২২.৬ (৭২.৭) |
২৫.৮ (৭৮.৪) |
২৯.৬ (৮৫.৩) |
৩২.৪ (৯০.৩) |
৩১.৫ (৮৮.৭) |
২৮.৯ (৮৪.০) |
২৭.৮ (৮২.০) |
২৮.৬ (৮৩.৫) |
২৫.৬ (৭৮.১) |
২৩.৫ (৭৪.৩) |
২০.৫ (৬৮.৯) |
৩২.৪ (৯০.৩) |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ৮.৯ (৪৮.০) |
১০.৬ (৫১.১) |
১৪.৮ (৫৮.৬) |
১৯.৪ (৬৬.৯) |
২২.৯ (৭৩.২) |
২৪.১ (৭৫.৪) |
২১.০ (৬৯.৮) |
২০.২ (৬৮.৪) |
২০.১ (৬৮.২) |
২৩.৭ (৭৪.৭) |
১৫.১ (৫৯.২) |
১২.০ (৫৩.৬) |
১৭.৩ (৬৩.১) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১.৭ (৩৫.১) |
৩.০ (৩৭.৪) |
৬.৮ (৪৪.২) |
১১.১ (৫২.০) |
১৪.২ (৫৭.৬) |
১৫.৬ (৬০.১) |
১৫.০ (৫৯.০) |
১৪.৮ (৫৮.৬) |
১৩.৪ (৫৬.১) |
১০.৭ (৫১.৩) |
৭.০ (৪৪.৬) |
৪.৩ (৩৯.৭) |
৯.৮ (৪৯.৬) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −১০.৬ (১২.৯) |
−৮.৫ (১৬.৭) |
−৬.১ (২১.০) |
−১.৩ (২৯.৭) |
১.৪ (৩৪.৫) |
৭.৮ (৪৬.০) |
৯.৪ (৪৮.৯) |
১০.৬ (৫১.১) |
৫.০ (৪১.০) |
০.২ (৩২.৪) |
−১.১ (৩০.০) |
−১২.২ (১০.০) |
−১২.২ (১০.০) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৫৪.৬ (২.১৫) |
৪৭.২ (১.৮৬) |
৫৯.৪ (২.৩৪) |
৪১.১ (১.৬২) |
৫৬.৪ (২.২২) |
১৭৫.৬ (৬.৯১) |
৩৭৬.৫ (১৪.৮২) |
৩৩৫.১ (১৩.১৯) |
১৯০.২ (৭.৪৯) |
৪৬.২ (১.৮২) |
১৩.৮ (০.৫৪) |
১৬.০ (০.৬৩) |
১,৪২৪.৮ (৫৬.০৯) |
বৃষ্টিবহুল দিনগুলির গড় | ৪.৭ | ৪.১ | ৫.২ | ৩.৬ | ৪.৬ | ১০.৩ | ১৮.৩ | ১৮.১ | ৯.৯ | ২.৯ | ১.৩ | ১.৮ | ৮৪.৮ |
উৎস: India Meteorological Department (record high and low up to 2010)[২][৩] |
২০১১ সালের ভারতীয় জনগণনার তথ্য অনুসারে শিমলা জেলার জনসংখ্যা ছিল ৮১৪,০১০ জন,[৪] যা এটিকে ভারতে ৪৮৩তম জনবহুল জেলায় পরিণত করেছে (মোট ৬৪০ এর মধ্যে)। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৫৯ জন বা প্রতি বর্গ মাইলে ৪১০ জন) লোক বসবাস করে। ২০০১-২০১১ এর দশকে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১২.৬৭%। শিমলা জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০ পুরুষের জন ৯১৫ মহিলা রয়েছে এবং সাক্ষরতার হার ৮৩.৬৪%। হিমাচলের সকল জেলার সর্বাধিক নগরাঞ্চলীয় জনসংখ্যা রয়েছে এ জেলায়। নগরীর জনসংখ্যা জেলার মোট জনসংখ্যার ২৪.৭৭%।
২০১১ সালের জনগণনা অনুযায়ী, জেলার মোট জনসংখ্যার ৬৮% তাদের প্রথম ভাষা হিসেবে পাহাড়ী ভাষা ব্যবহার করে, ২০% হিন্দি বেছে নিয়েছে, ৪% নেপালি ভাষায় কথা বলে, ১.৪% স্প্যানিশ পাঞ্জাবি এবং ১% এরও কম লোক কানগ্রি ভাষায় কথা বলে।[৫]
শিমলা জেলা ১২টি তফসিল; রামপুর, কুমারসাইন, সিওনি, সিমলা (গ্রামীণ), সিমলা (শহুরে), থিওগ, চৌপাল, জুব্বাল, কোটখাই, রোহরু, চিরগাঁও, দোদ্র কাওয়ার ও ১০ কমিউনিটি উন্নয়ন; মাশোব্রা, থিওগ, চৌপাল, জুব্বাল কোটখাই, রোহরু, রামপুর, নারকান্দা (কুমারসাইন), চিরগাঁও, বাসন্তপুর, ননখড়ি ব্লকে বিভক্ত। এগুলো আবার ৩৬৩টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত।
এ জেলায় হিমাচল প্রদেশের বিধানসভার ৮টি কেন্দ্র রয়েছে; রামপুর, শিমলা গ্রামীণ, শিমলা শহুরে, থিওগ-কুমারসাইন, চৌপাল, জুব্বাল-কোটখাই, রোহরু, কাসুমপতি বিধানসভা কেন্দ্র।