শিমিত আমিন | |
---|---|
शिमित अमीन | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯৪-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মেঘা রামস্বামী |
পুরস্কার | পূর্ণ তালিকা |
শিমিত আমিন একজন ভারতীয় মার্কিন চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক। তিনি চাক দে! ইন্ডিয়া (২০০৭) চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বাধিক পরিচিত। এই কাজের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ পরিচালক বিভাগে আইফা পুরস্কার ও স্ক্রিন পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ভূত (২০০৩) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্র হল অব তক ছপ্পন (২০০৪) এবং রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার (২০০৯)।
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
২১ অক্টোবর ২০০৯ | পরিছন্ন বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র | চাক দে! ইন্ডিয়া | বিজয়ী | [১] |
ফিল্মফেয়ার পুরস্কার | ||||
২০ ফেব্রুয়ারি ২০০৪ | শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | ভূত | বিজয়ী | [২] |
১৬ ফেব্রুয়ারি ২০০৮ | শ্রেষ্ঠ পরিচালক | চাক দে! ইন্ডিয়া | মনোনীত | [৩] |
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার | ||||
৮ জুন ২০০৮ | শ্রেষ্ঠ পরিচালক | চাক দে! ইন্ডিয়া | বিজয়ী | [৪] |
প্রডিউসার্স গিল্ড চলচ্চিত্র পুরস্কার | ||||
৩০ মার্চ ২০০৮ | শ্রেষ্ঠ পরিচালক | চাক দে! ইন্ডিয়া | বিজয়ী | [৫] |
স্ক্রিন পুরস্কার | ||||
১০ জানুয়ারি ২০০৮ | শ্রেষ্ঠ পরিচালক | চাক দে! ইন্ডিয়া | বিজয়ী | [৬] |
স্টারডাস্ট পুরস্কার | ||||
২৫ জানুয়ারি ২০০৮ | শ্রেষ্ঠ পরিচালক | চাক দে! ইন্ডিয়া | বিজয়ী | [৭] |