ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | শিরাজ খান |
জন্ম | কুয়েত | ৮ সেপ্টেম্বর ১৯৯৪
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি লেগব্রেক গুগলি |
ভূমিকা | বোলার |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল | |
টি২০আই অভিষেক (ক্যাপ ১৮) | ৪ জুলাই ২০১৯ বনাম কাতার |
শেষ টি২০আই | ১২ মার্চ ২০২৩ বনাম বাহরাইন |
উৎস: ক্রিকইনফো, ১২ মার্চ ২০২৩ |
শিরাজ খান (জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৯৪) একজন ক্রিকেটার যিনি কুয়েত জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। [১] ৪ জুলাই, ২০১৯ সালে কাতারের বিপক্ষে কুয়েতের পক্ষে হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি-তে (T20I) অভিষেক ঘটে। [২] জুলাই ২০১৯ সালে, ২০১৮-১৯ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বের আঞ্চলিক ফাইনালের জন্য কুয়েতের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। [৩] ২২ জুলাই, ২০১৯ তারিখে মালয়েশিয়ার বিপক্ষে আঞ্চলিক ফাইনালে কুয়েতের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন।[৪] ২০২১ সালের অক্টোবরে, ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে গ্রুপ এ ম্যাচের জন্য তাকে কুয়েতের স্কোয়াডে সদস্য করা হয়েছিল॥ । [৫]