শিল ফ়াটা शिल फ़टा | |
---|---|
স্থানাঙ্ক: ১৯°০৮′৪৫″ উত্তর ৭৩°০২′৩৬″ পূর্ব / ১৯.১৪৫৮৯৮° উত্তর ৭৩.০৪৩৩৬১° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
জেলা | থানে |
অঞ্চল | মুম্বাই ম,ম,অ |
ভাষা | |
• দাপ্তরিক | মারাঠি |
সময় অঞ্চল | ভা,প্র,স (ইউটিসি+৫:৩০) |
এসটিডি | ০২৩ |
যানবাহন নিবন্ধন | মহারাষ্ট্র-০৪ |
শিল ফ়াটা মুম্বাইয়ের ৫ কিলোমিটার (৩.১ মা) দক্ষিণে থানে জেলা স্থিত একটি শহরতলি।[১] শিল ফাটা এলাকাটি পারশিক পাহাড়ের পূর্বদিকে পুরাতন মুম্বাই-পুণে সড়কের (৪ নং জাতীয় মহাসড়ক) কাছে অবস্থিত।[২][৩]
২০১৩ সালের এপ্রিলে বহু আলোচিত ২০১৩ থানে ভবন ধসটি এই এলাকাতে ঘটেছিল; যে দুর্ঘটনায় ৭২ জন নিহত ও ডজন খানেক অহত হন।[৪][৫] ২০১০ সালে থানের যে সব এলাকয় অবৈধ নির্মাণ ধ্বংস করা হয়, শিলফাটা তার অন্যতম। যেখানে সর্বমোট ৩০০টিরও বেশি ভবন ভেঙে ফেলা হয়েছিল।[৬]
শিল ফাটা মুম্ব্রা রেল স্টেশন থেকে ১০ কিলোমিটার (৬.২ মা) দূরে মুম্ব্রায় অবস্থিত।[৭]
২০১০ সালে মুম্বরা-শিলফাটা বাস পরিষেবা চালু করা হয়েছিল কিন্তু তা বেশিদিন সক্রিয় রাখা হয়নি। মুম্বাই মনোরেলের প্রস্তাবিত লাইল, কল্যাণ থেকে মহাপে পর্যন্ত লাইনটিতে শিলফাটায় একটি স্টেশন তৈরি করা হবে।