শীতলনাথ | |
---|---|
১০ম তীর্থঙ্কর | |
![]() শীতলনাথের মূর্তি (পাকবিড়া, পুরুলিয়া) | |
পূর্বসূরি | পুষ্পদন্ত |
উত্তরসূরি | শ্রেয়াংসনাথ |
রাজপরিবার | |
রাজবংশ/বংশ | ইক্ষ্বাকু রাজবংশ |
পরিবার | |
পিতামাতা | দৃধরথ (পিতা) সুনন্দা (মাতা) |
্কল্যাণক / গুরুত্বপূর্ণ ঘটনাবলি | |
জন্ম | ১০২১৭ বছর আগে ভদ্রিকাপুরী |
মোক্ষের স্থান | সম্মেদ শিখর |
বৈশিষ্ট্য | |
বর্ণ | সোনালি |
প্রতীক | কল্পবৃক্ষ |
উচ্চতা | ৯০ ধনুষ (২৭০ মিটার) |
বয়স | ১০০,০০০ পূর্ব (৭.০৫৬ কুইন্টিলিয়ন বছর) |
কেবলকাল | |
যক্ষ | ব্রহ্ম |
যক্ষিণী | অশোকা |
জৈনধর্ম |
---|
![]() |
![]() |
জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, শীতলনাথ ছিলেন বর্তমান কালচক্রার্ধের (অবসর্পিণী যুগ) ১০ম তীর্থঙ্কর। জৈন বিশ্বাস অনুসারে, তিনি কর্ম ধ্বংস করে এক মুক্ত আত্মা বা সিদ্ধে পরিণত হয়েছিলেন। জৈনরা বিশ্বাস করেন, শীতলনাথ ভদ্রিকাপুরী বা ভদ্দিলপুরের ইক্ষ্বাকু রাজবংশের রাজা দৃধরথ ও রানি সুনন্দার সন্তান ছিলেন। ভারতীয় জাতীয় পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের কৃষ্ণা দ্বাদশীর দিন তার জন্ম হয়েছিল। শীতলনাথ তার প্রতীক স্বস্তিক (দিগম্বর মতে) বা শ্রীবৎস (শ্বেতাম্বর মতে), পিলুরিখা বৃক্ষ, ব্রহ্ম যক্ষ এবং মানবী (দিগম্বর মতে) বা অশোকা (শ্বেতাম্বর মতে) যক্ষীর সঙ্গে যুক্ত।
জৈন বিশ্বাস অনুসারে, বর্তমান কালচক্রার্ধের ১০ম তীর্থঙ্কর হলেন শীতলনাথ।[১] জৈন বিশ্বাস অনুসারে, তিনি কর্ম ধ্বংস করে এক মুক্ত আত্মা বা সিদ্ধে পরিণত হয়েছিলেন। জৈনরা বিশ্বাস করেন, শীতলনাথ ভদ্রিকাপুরী বা ভদ্দিলপুরের ইক্ষ্বাকু রাজবংশের রাজা দৃধরথ ও রানি সুনন্দার সন্তান ছিলেন।[১] ভারতীয় জাতীয় পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের কৃষ্ণা দ্বাদশীর দিন তার জন্ম হয়েছিল। শীতলনাথ তার প্রতীক স্বস্তিক (দিগম্বর মতে) বা শ্রীবৎস (শ্বেতাম্বর মতে), পিলুরিখা বৃক্ষ, ব্রহ্ম যক্ষ এবং মানবী (দিগম্বর মতে) বা অশোকা (শ্বেতাম্বর মতে) যক্ষীর সঙ্গে যুক্ত।[২]