শুক্তিভোজী বাটান Haematopus ostralegus | |
---|---|
নরওয়ে | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Charadriiformes |
পরিবার: | Haematopodidae |
গণ: | Haematopus |
প্রজাতি: | ostralegus |
Range of H. ostralegus Breeding range Year-round range Wintering range |
শুক্তিভোজী বাটান হেমাটোপোডিডি পরিবারের অন্তর্গত বিরল পরিযায়ী পাখি। এদের পশ্চিম ইউরোপ, চীন,কোরিয়ায় দেখা যায়। এটি ফ্যারো দ্বীপপুঞ্জের জাতীয় পাখি।
প্রজাতির গড় দৈর্ঘ্য ৪০-৪৫ সেন্টিমিটার। ঠোঁট সোজা ও লম্বা। ঠোঁটের রং লাল, ডগা মলিন। গড়ন শক্তপোক্ত ও মোটা। প্রজননকালে ঠোঁট উজ্জ্বল লাল দেখায়। চোখ টকটকে লাল। কপাল, মাথা, পিঠ গাঢ় কালো। ডানার রং কালো। [২] লেজের ডগা ফ্যাকাসে কালো। থুতনি থেকে বুক পর্যন্ত কালো। পা ও পায়ের পাতা কমলা লাল। প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুলাই। পাথুরে দীপাঞ্চলের ভূমিতে ঘাস-লতাপাতা বিছিয়ে বাসা বাঁধে। দু-চারটি ডিম পাড়ে। ডিম ফুটতে লাগে ২৪-২৭ দিন। শাবক স্বাবলম্বী হতে লাগে ২৮-৩২ দিন।
এদের চলাফেরায় একটু অস্থিরতা থাকলেও স্বভাবে শান্ত। বালুতটে একাকী কিংবা বাটান প্রজাতির অন্যসব পাখির সঙ্গে মিলেমিশে হেঁটে হেঁটে খাবার সংগ্রহ করে। এরা শুধু বেলাভূমিতেই নয়, শিকারের খোঁজে জলেও নামে। হাঁটুজলে নেমে এলোমেলো ঠোঁট চালিয়ে খাবার সংগ্রহ করে। এ সময় বেশির ভাগই এরা একাকী বিচরণ করে।
এদের প্রধান খাবার ছোট শামুক ও ঝিনুক, কেঁচোসহ অন্যান্য পোকামাকড়।