ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | শুজাআ খলিলজাদেহ | ||
জন্ম | ১৪ মে ১৯৮৯ | ||
জন্ম স্থান | বহনেমির, ইরান | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ট্রাক্টর | ||
জার্সি নম্বর | ৩ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:২৯, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
শুজাআ খলিলজাদেহ (ফার্সি: شجاع خلیلزاده; জন্ম: ১৪ মে ১৯৮৯) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইরানি ক্লাব ট্রাক্টর এসসি এবং ইরান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৭ সালে, শুজাআ ইরান অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইরানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইরানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৯ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে ১টি গোল করেছেন।
শুজাআ খলিলজাদেহ ১৯৮৯ সালের ১৪ই মে তারিখে ইরানের বহনেমিরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
শুজাআ কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইরান | ২০০৯ | ১ | ০ |
২০১২ | ৬ | ০ | |
২০১৩ | ১ | ০ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ১১ | ১ | |
২০২২ | ৪ | ০ | |
সর্বমোট | ২৫ | ১ |
ইরানি ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |