শুভ মঙ্গল সাবধান | |
---|---|
পরিচালক | আরএস প্রসন্ন |
প্রযোজক | আনন্দ এল রায় কৃষিকা লুল্লা হিমাংশু শর্মা এস শশীকান্ত |
চিত্রনাট্যকার | হিতেশ কেবল্য (সংলাপ সহ) |
কাহিনিকার | আরএস প্রসন্ন |
উৎস | কল্যাণ সমায়ল সাদম |
শ্রেষ্ঠাংশে | আয়ুষ্মান খুরানা ভূমি পেডনেকর |
সুরকার | গান তানিশক-বায়ু আবহ সঙ্গীত রচিতা অরোরা |
চিত্রগ্রাহক | অনুজ রাকেশ ধওয়ান |
সম্পাদক | নিনাদ খানোলকার |
প্রযোজনা কোম্পানি | কালার ইয়েলো প্রডাকশন্স ইরোজ ইন্টারন্যাশনাল ওয়াই নট স্টুডিয়োস |
পরিবেশক | ইরোজ ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹25 crore[১] |
আয় | ₹64.54 crore[২] |
শুভ মঙ্গল সাবধান (হিন্দি: शुभ मंगल सावधान, বাংলা: বিয়ের ব্যাপারে সতর্ক হও) ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। আরএস প্রসন্নের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন আনন্দ এল রায়।[৩][৪][৫] চলচ্চিত্রটি ছিলো তামিল চলচ্চিত্র কল্যাণ সমায়ল সাদম (২০১৩) এর পুনঃনির্মাণ যেটির পরিচালক আনন্দ এল রায় নিজেই ছিলেন। আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেডনেকর শুভ মঙ্গল সাবধান এ নায়ক-নায়িকার চরিত্রে ছিলেন।[৬][৭] ২০১৭ সালের পহেলা সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি সমালোচকদের দ্বারা ধনাত্মক প্রতিক্রিয়া পেয়েছিলো।[৮][৯]
আয়ুষ্মান খুরানা চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং ভূমি পেডনেকর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন; এছাড়াও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন সীমা পাহওয়া।
এই চলচ্চিত্রটির নামানুসারী সমপ্রেমের গল্প নিয়ে শুভ মঙ্গল জ্যাদা সাবধান (২০২০) চলচ্চিত্র বের করা হয়েছিলো।