শুভাঙ্গী কুলকার্নি

শুভাঙ্গী কুলকার্নি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
শুভাঙ্গী দত্তাত্রেয় কুলকার্নি
জন্ম১৯শে জুলাই ১৯৫৯
পুনা (এখন পুনে), মহারাষ্ট্র
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনলেগ স্পিন
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ )
৩১শে অক্টোবর ১৯৭৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২রা ফেব্রুয়ারি ১৯৯১ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ 13)
৫ই জানুয়ারি ১৯৭৮ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই২৭শে জুলাই ১৯৮৬ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ১৯ ২৭
রানের সংখ্যা ৭০০ ৩৪৭
ব্যাটিং গড় ২৩.৩৩ ১৩.৩৪
১০০/৫০ ১/২ ০/০
সর্বোচ্চ রান ১১৮ ৪৪
বল করেছে ৩৩২০+ ১১৫০
উইকেট ৬০ ৩৮
বোলিং গড় ২৭.৪৫ ১৭.৬০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ৬/৯৯ ৪/২৭
ক্যাচ/স্ট্যাম্পিং ১৪/– ৪/–
উৎস: Cricinfo, ২৫শে এপ্রিল ২০২০

শুভাঙ্গী কুলকার্নি (জন্ম ১৯শে জুলাই ১৯৫৯) হলেন একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেটের ক্ষেত্রে অন্যতম সফল প্রশাসক। তিনি ১৯৮৫ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, অর্জুন পুরস্কার পান। ২০০৬ সালে যখন ভারতীয় মহিলা ক্রিকেট সংস্থা (ডব্লিউসিএআই) ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সঙ্গে একীভূত হয়, তখন তিনি ডব্লিউসিএআই এর সচিব ছিলেন।[][]

তিনি একজন লেগ-স্পিনার এবং একজন কার্যকরী শেষের দিকের ব্যাটার ছিলেন। তিনি মহিলাদের ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র মহিলা ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম মহিলা ক্রিকেট সিরিজে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। তিনি বোলিং করে প্রথম ইনিংসে পাঁচ উইকেট লাভ করেন।[] তাঁর খেলোয়াড় জীবনে খেলা উনিশটি টেস্টে, আরও চারবার তিনি এই কৃতিত্বের পুনরাবৃত্তি করেছেন।[]

শুভাঙ্গী কুলকার্নি ৫টি আন্তর্জাতিক সফরে ২৭টি ওডিআই খেলেছেন:[]

কুলকার্নি তিনটি টেস্ট ম্যাচে (একটি ইংল্যান্ডের বিরুদ্ধে এবং দুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) এবং তার পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচে ভারতের নেতৃত্ব দেন।

১৯৯১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, তিনি একজন ক্রিকেট প্রশাসক হয়েছিলেন এবং ২০০৬ সালে যখন ডব্লিউসিএআই সংস্থা বিসিসিআই- তে একীভূত হয় তখন তিনি ডব্লিউসিএআই-এর সচিব ছিলেন। বর্তমানে, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিত্বকারী আইসিসি মহিলা ক্রিকেট কমিটির অংশ।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Indian women's board optimistic despite delay"Cricinfo। ২০০৫-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-২৪ 
  2. "Committee formed to discuss contract with players"Rediff। ২০০৭-০৫-০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-২৪ 
  3. "Scorecard - India Women v West Indies Women, West Indies Women in India 1976/77 (1st Test)"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-২৪ 
  4. "Shubhangi Kukarni - List of Test matches"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-২৪ 
  5. "Shubhangi Kukarni - List of ODI matches"। Cricketarchive.com। ১ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-২৪ 
  6. "ICC WOMEN'S COMMITTEE"। ৩০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩ 

টেমপ্লেট:ভারত স্কোয়াড ১৯৭৮ মহিলা ক্রিকেট বিশ্বকাপটেমপ্লেট:ভারত স্কোয়াড ১৯৮২ মহিলা ক্রিকেট বিশ্বকাপ