ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৮ জুন ১৯৮৬ | ||
জন্ম স্থান | ওওইতা প্রশাসনিক অঞ্চল, জাপান | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | উরাওয়া রেড ডায়মন্ডস | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০০৪ | ওইতা ত্রিনিতা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৫–২০০৯ | ওইতা ত্রিনিতা | ১১৮ | (০) |
২০১০–২০১৩ | সানফ্রেকে হিরোশিমা | ১৩৫ | (০) |
২০১৪– | উরাওয়া রেড ডায়মন্ডস | ২৯৯ | (০) |
জাতীয় দল | |||
২০০৫ | জাপান অনূর্ধ্ব-২০ | ৪ | (০) |
২০০৭–২০০৮ | জাপান অনূর্ধ্ব-২৩ | ৮ | (০) |
২০০৯–২০১৬ | জাপান | ৩১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০২:৫০, ১ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
শুসাকু নিশিকাওয়া (জাপানি: 西川 周作, ইংরেজি: Shusaku Nishikawa; জন্ম: ১৮ জুন ১৯৮৬) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস এবং জাপান জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[২][৩][৪]
২০০৫ সালে, নিশিকাওয়া জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৯ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি সর্বমোট ৩১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
শুসাকু নিশিকাওয়া ১৯৮৬ সালের ১৮ই জুন তারিখে জাপানের ওওইতা প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
নিশিকাওয়া জাপান অনূর্ধ্ব-২০ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন।[৫] ২০০৫ সালের ১০ই জুন তারিখে তিনি ২০১৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৬][৭] জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ১২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০০৯ সালের ৮ই অক্টোবর তারিখে, ২৩ বছর, ৩ মাস ও ২০ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী নিশিকাওয়া হংকংয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১১ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৮] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৯] ম্যাচে তিনি ৩৫ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[১০] ম্যাচটি জাপান ৬–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১১] জাপানের হয়ে অভিষেকের বছরে নিশিকাওয়া সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জাপান | ২০০৯ | ১ | ০ |
২০১০ | ২ | ০ | |
২০১১ | ৪ | ০ | |
২০১২ | ১ | ০ | |
২০১৩ | ৪ | ০ | |
২০১৪ | ৩ | ০ | |
২০১৫ | ৮ | ০ | |
২০১৬ | ৮ | ০ | |
সর্বমোট | ৩১ | ০ |