শূল | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | ঈশ্বর নিবাস |
প্রযোজক | রাম গোপাল বর্মা |
রচয়িতা | চিত্রনাট্য: রাম গোপাল বর্মা সংলাপ: অনুরাগ কশ্যপ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সুর: সন্দীপ চৌটা সাউন্ডট্র্যাক: শঙ্কর-এহসান-লায় |
চিত্রগ্রাহক | হরি নায়র |
সম্পাদক | ভানোদয়া |
প্রযোজনা কোম্পানি | বর্মা কর্পোরেশন |
পরিবেশক | ড্রিম মার্চেন্টস এন্টারপ্রাইজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শুল ঈশ্বর নিবাস পরিচালিত ১৯৯৯ সালের ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন অপরাধ চলচ্চিত্র। রাম গোপাল বর্মা রচিত ও প্রযোজিত চলচ্চিত্রটি বিহারের রাজনীতিবিদ-অপরাধী জোট ও রাজনীতির অপরাধীকরণ এবং একজন সৎ পুলিশ অফিসারের জীবনে প্রভাব তুলে ধরা হয়েছে। এতে মনোজ বাজপেয়ী সৎ পুলিশ ইনস্পেক্টর সমর প্রতাপ সিং এবং সায়াজি শিন্দে রাজনীতিবিদ মোঃ শাহাবুদ্দিনের উপর ভিত্তি করে রচিত চিত্তবিকারগ্রস্থ অপরাধী-রাজনীতিবিদ বাচ্চু যাদব চরিত্রে অভিনয় করেছেন।[১] শিল্পা শেট্টির অংশগ্রহণকৃত "ম্যাঁয় আয়ি হুঁ ইউপি বিহান লুঠনে" গানটি চার্টবাস্টার হয়ে ওঠে।[২] এই চলচ্চিত্রটির স্বত্ব শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মালিকানাধীন।
চলচ্চিত্রটির কিছু অংশের শুটিং হয়েছে বিহারের মতিহারিতে। হায়দরাবাদের রাজ্য আইনসভায় ছবিটির চরম অবস্থার চিত্রায়ন হয়েছিল। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে,[৩] এবং ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়।[৪][৫] "ইন্ডিয়া টুডে" চলচ্চিত্রটিকে দশকের "সেরা পুলিশি চলচ্চিত্র" হিসেবে উল্লেখ করেছে।[৬]
শিরোনামহীন | ||||
---|---|---|---|---|
কালক্রম | ||||
|
শূল চলচ্চিত্রটির সুরায়োজন করেছেন সন্দীপ চৌটা এবং গানের সুর করেছেন শঙ্কর-এহসান-লায়। গীত রচনা করেছেন সমীর। গানে কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, শঙ্কর মহাদেবন, বেবি অনঘ, সপ্না আবস্তি, চেতন শশীতাল ও সুখবিন্দর সিং।
সকল গানের গীতিকার সমীর; সকল গানের সুরকার শঙ্কর-এহসান-লায়।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আয়া মেরা পাপা কো" | কবিতা কৃষ্ণমূর্তি, শঙ্কর মহাদেবন, বেবি অনঘ | |
২. | "ম্যাঁয় আয়ি হুঁ ইউপি বিহার লুঠনে" | সপ্না আবস্তি, চেতন শশীতাল, শঙ্কর মহাদেবন | |
৩. | "ম্যাঁয় আয়ি হুঁ ইউপি বিহার লুঠনে (পুনর্মিশ্রণ)" | সপ্না আবস্তি, চেতন শশীতাল | |
৪. | "শূল" | শঙ্কর মহাদেবন | |
৫. | "শূল সি চুবে হ্যায়" | সুখবিন্দর সিং |