![]() শৃঙ্গেরি শারদা পীঠম্ লোগো | |
![]() শৃঙ্গেরির বিদ্যাশঙ্কর মন্দির | |
প্রতিষ্ঠাতা | আদি শঙ্কর |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ১৩°২৪′৫৯″ উত্তর ৭৫°১৫′০৭″ পূর্ব / ১৩.৪১৬৫১৯° উত্তর ৭৫.২৫১৯৭২° পূর্ব |
প্রথম শঙ্করাচার্য | সুরেশ্বরাচার্য |
বর্তমান শঙ্করাচার্য | জগদ্গুরু শঙ্করাচার্য শ্রী শ্রী ভারতী তীর্থ মহাসন্নিধানম্ |
ওয়েবসাইট | https://www.sringeri.net/ |
শৃঙ্গেরি শারদা পীঠম্ হলো দশনামী সম্প্রদায়ের অনুসরণকারী চারটি প্রধান পীঠম্ এর মধ্যে একটি। পীঠম্ বা মঠটি আদি শঙ্কর দ্বারা সনাতন ধর্ম ও অদ্বৈত বেদান্ত, অদ্বৈতবাদের মতবাদ সংরক্ষণ ও প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের কর্ণাটকের চিকমাগালুর জেলার শৃঙ্গেরিতে অবস্থিত, এবং এটি হল চারটি চতুরাম্নায় পীঠমের মধ্যে দক্ষিণ আমনায় পীঠম্, অন্যগুলি হল পশ্চিমে দ্বারকা শারদা পীঠম্ (গুজরাট), পূর্বে পুরী গোবর্ধন পীঠম্ (ওড়িশা), উত্তরে বারদী জ্যোতিরপীঠম্ (উত্তরাখণ্ড)।[১] মঠের প্রধানকে শঙ্করাচার্য বলা হয়, উপাধিটি আদি শঙ্কর থেকে এসেছে।