শেখ আলী Shekh Ali شیخعلی | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে জেলাটির অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°৫৬′৪৭″ উত্তর ৬৮°৩১′০৮″ পূর্ব / ৩৪.৯৪৬৩° উত্তর ৬৮.৫১৮৮° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | পারওয়ান প্রদেশ |
জনসংখ্যা | |
• জাতিগত সম্প্রদায় | হাজারা |
• ধর্ম | ইসলাম |
সময় অঞ্চল | + ৪.৩০ |
শেখ আলী আফগানিস্তানের পারওয়ান প্রদেশের একটি অন্যতম জেলা যেখানে মূলত জাতিগতভাবে হাজারা সম্প্রদায়ের লোকজন বসবাস করে থাকে। শেখ আলী হাজারা উপজাতি সমৃদ্ধ শেখ আলী জেলার উপজাতি সমূহ হচ্ছে: দাইকালান, নৈমান, কার্লুগ, করম আলী ও বাবর।
শেখ আলী জেলার প্রধান গ্রামগুলি হচ্ছে:[১]