শেখর সুমন | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮৪–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অলকা সুমন (বি. ১৯৮৩) |
সন্তান | আয়ুষ সুমন, অধ্যয়ন সুমন |
শেখর সুমন (জন্ম: ৭ ডিসেম্বর ১৯৬২) একজন ভারতীয় অভিনেতা, উপস্থাপক, প্রযোজক, পরিচালক এবং গায়ক।[২][৩]
শেখর সুমন ৪ মে ১৯৮৩ সালে অলকা সুমনকে বিয়ে করেন। তার এক ছেলে অধ্যয়ন সুমন একজন বলিউড অভিনেতা।[৪] তার বড় ছেলে আয়ুষ ১১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।[৫]
শশী কাপুর প্রযোজিত এবং গিরিশ কারনাড পরিচালিত উৎসব (১৯৮৪) চলচ্চিত্রে রেখার বিপরীতে অভিনয়ের মাধ্যমে সুমন চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি মানব হত্যা (১৯৮৬), নাচে ময়ূরী (১৯৮৬), সংসার (১৯৮৭), অনুভব (১৯৮৬), ত্রিদেব (১৯৮৯), পতি পরমেশ্বর (১৯৯০) এবং রণভূমি (১৯৯১) সহ প্রায় ৩৫টি চলচ্চিত্রে কাজ করেছেন।[৬]
তিনি ১৯৮৪ সালে বাহ জনাব ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন যেখানে তিনি কিরণ জুনেজার সাথে অভিনয় করেছিলেন। তার টেলিভিশন ক্যারিয়ারে তিনি দেখ ভাই দেখ, রিপোর্টার, কভি ইধার কভি উধার, ছোটে বাবু, আন্দাজ, অমর প্রেম, বিলায়তি বাবু, মুভার্স এন শেকার্স, সিম্পলি শেখর এবং ক্যারি অন শেখর এর মতো বিভিন্ন অনুষ্ঠান, ধারাবাহিকে কাজ করেছেন। তিনি ফেব্রুয়ারী ২০০৬ পর্যন্ত স্টার ওয়ানে দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো, ফিল্ম দিওয়ানে উপস্থাপনা করেন এবং সাহারা টিভিতে ডায়াল ওয়ান ঔর জিতো-এর কিছু পর্বে উপস্থিত হন। তিনি জি টিভিতে নীলাম ঘর, স্টার ওয়ানে হি-ম্যান এবং স্টার নিউজে পোল খোল সহ বিভিন্ন কুইজ অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন। ২০১৫ সালে তিনি আজ তক-এ আবকি বারি শেখর বিহারী অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।[৭][৮]
তিনি নবজ্যোত সিং সিধুর সাথে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ-এর একজন বিচারক ছিলেন, তার সহ-উপস্থাপকের সাথে মতপার্থক্যের কারণে তিন মৌসুম পরে তিনি এই অনুষ্ঠান ছেড়ে দেন। তিনি সনি টিভিতে কমেডি সার্কাস এবং সাব টিভিতে কমেডি সুপারস্টার-এর মতো আরও কয়েকটি কমেডি শো-তে বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন। তিনি সাব টিভিতে জব খেলো সব খেলো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এবং সনি টিভিতে প্রচারিত জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ঝলক দিখলা জা-এর চতুর্থ সিজনে অংশগ্রহণ করেন।
তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন কুছ খ্বাব অ্যায়সে নামে একটি সঙ্গীত অ্যালবামের মাধ্যমে, যার সঙ্গীত রচনা করেছিলেন আদেশ শ্রীবাস্তব এবং গান লিখেছিলেন শ্যাম রাজ। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি অতীত জীবনের প্রত্যাবৃত্তির উপর ভিত্তি করে আপাতবাস্তব টেলিভিশন ধারাবাহিক রাজ পিছলে জনম কা-এ অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত হন।[৯] সুমন ২০১৪ সালের চলচ্চিত্র হার্টলেস-এর মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।[১০]
সুমন ২০০৯ সালের মে মাসে পাটনা সাহিব থেকে কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন এবং তৃতীয় স্থানে এসে বিজেপির শত্রুঘ্ন সিনহার কাছে হেরেছিলেন।[১১][১২]
বছর | চলচ্চিত্র | ভূমিকা |
---|---|---|
২০১৭ | ভূমি | অরুণের বন্ধু |
২০১৪ | হার্টলেস | ডাক্তার (পরিচালকও) |
২০১১ | চলো | পুলিশ শেরখান |
২০০৪ | এক সে বাড়কার এক | আনন্দ মথুর |
২০০২ | চোর মাচায়ে শোর[১৩] | গুরু (শ্যামের বন্ধু) / বৈজয়ন্তী / মালা |
১৯৯৮ | ঘর বাজার | |
১৯৯৪ | ইনসাফ আপনে লাহো সে | মোহন প্রসাদ |
১৯৯৩ | প্রফেসর কি পড়োসন | ফটোগ্রাফার বিনোদ |
১৯৯১ | রণভূমি | ডা. প্রকাশ |
১৯৮৯ | ওয়াক্ত কে জঞ্জির | |
পতি পরমেশ্বর | বিজয় | |
আনজানে রিশতে | অনিল | |
ত্রিদেব | সাংবাদিক শ্রীকান্ত বর্মা | |
তেরে বিনা কিয়া জিনা[১৪] | অমর | |
১৯৮৮ | আখরি নিশ্চয় | |
খরিদার | ||
ভোহ ফির আয়েগি | সি.আই.ডি. ইন্সপেক্টর রতন | |
রাজিয়া | ||
১৯৮৭ | সংসার | পিটার ফার্নান্দেজ |
যত্না | ||
১৯৮৬ | অনুভব[১৫] | রমেশ |
নাচে ময়ূরী[১৪] | ||
পুজাকু পানিকিরানি পুভভু | তেলুগু চলচ্চিত্র | |
মানব হত্যা[১৫] | ||
১৯৮৫ | রেহগুজার | শেখর |
১৯৮৪ | উৎসব[১৪] | চারুদত্ত |