শেন ওয়ার্ড | |
---|---|
জন্মনাম | শেন থমাস ওয়ার্ড |
জন্ম | টেমসাইড, গ্রেটার ম্যানচেস্টার, ইংল্যান্ড | ১৬ অক্টোবর ১৯৮৪
ধরন | |
পেশা |
|
বাদ্যযন্ত্র | কণ্ঠশিল্পী |
কার্যকাল | ২০০৫–বর্তমান |
লেবেল |
|
ওয়েবসাইট | shaynetward |
শেন থমাস ওয়ার্ড (ইংরেজি: Shayne Ward) (জন্ম ১৯ অক্টোবর ১৯৮৪)[১] একজন ব্রিটিশ পপ গায়ক, যিনি ব্রিটিশ বিখ্যাত সঙ্গীত প্রতিযোগিতা এক্স ফেক্টর এর দ্বিতীয় পর্বের বিজয়ী ছিলেন।
শেন মেনচেস্টারের টেমসাইডে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম মার্টিন এবং মাতার নাম ফিলোমেনা।[২] তার দুইটি জমজ বোন ইম্মা এবং পাঁচটি (মার্ক, মার্টিন, মিচেল, লিজা এবং লিওনা)সহোদর ভাই রয়েছে। তিনি ব্রিটিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এর একজন ভক্ত। এক্স ফেক্টর এ অংশগ্রহণের পূর্বে শেন ডেসটিনি নামে একটি ব্যান্ডের সাথ যুক্ত ছিলেন, যেখানে তার সহশিল্পঅ হিসেবে দুইজন মহিলা ট্রেসি মারফি এবং ট্রেসি লিলেও ছিলেন। [৩] শেন ওয়ার্ড ২০০৩ সাল থেকে ফায়ে মেকিবার এর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন।[৪] ২০১২ সালের সেপ্টেম্বরে এই দম্পতির বাগদান অনুষ্ঠিত হয়।[৫]
২০০৫ সালের শুরুর দিকে শেন এক্স ফেক্টর এর অডিশনে অংশগ্রহণ করেন। নিজের গায়কির মাধ্যেমে বিচারকদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরবর্তী রাউন্ডে চলে যান। নিজের সঙ্গীত প্রতিভা দিয়ে তিনি এক্স ফেক্টর এর মুকুট নিজের মাথায় তুলেন্।[৬]
শিরোনাম | অ্যালবাম বিস্তারিত | তালিকায় অবস্থান | স্বীকৃতি | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ [৭] |
ডেনিশ [৮] |
আইরিশ [৯] |
সুইডিশ [১০] |
ইউরোপিয়ান [১১] | |||||||||
শেন ওয়ার্ড |
|
১ | — | ১ | ৮ | ৮ | |||||||
ব্রেথলেস |
|
২ | ৩৯ | ১ | — | ১২ | |||||||
ওবসেশন |
|
১৫ | — | ১১ | — | ৩৯ | |||||||
ক্লোজার |
|
— | — | — | — | — | |||||||
"—" বুঝাচ্ছে যা চার্টে নাই বা মুক্তির তালিকায় নাই |