শেন ব্ল্যাক | |
---|---|
জন্ম | [১] | ডিসেম্বর ১৬, ১৯৬১
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৮৬-বর্তমান |
শেন ব্ল্যাক (ইংরেজি: Shane Black) (জন্ম: ১৬ এপ্রিল, ১৯৬১)[২] হলেন একজন আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক, ১৯৮৭ সালে একশন চলচ্চিত্র লেখার জন্য তিনি পরিচিত লেথাল ওয়েপন, এবং ২০০৫ সালে কিস কিস ব্যাং ব্যাং চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ পান। তার আসল প্রেডাটর চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার জন্য তিনি বর্তমানে অনুবাদ এবং নির্দেশ পরবর্তী দফা সরাসরি কাজ করেন।[৩][৪]
২০১৩ সালে তিনি সহ-লেখিকা হিসেবে আয়রন ম্যান ৩ চলচ্চিত্রটি পরিচালনা করেন, ২০১৬ সালের মধ্যে বিশ্বব্যাপী দশম সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে স্থান পায়।[৫]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)