শেরউড অ্যান্ডারসন (ইংরেজি: Sherwood Anderson; ১৩ সেপ্টেম্বর ১৮৭৬ - ৮ মার্চ ১৯৪১)[১] ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক ও ছোটগল্পকার। তিনি বিষয়ধর্মী ও আত্ম-প্রকাশক কাজের জন্য অধিক পরিচিত। স্বশিক্ষিত অ্যান্ডারসন ওহাইওর এলাইরিয়া ও ক্লিভল্যান্ডের সফল কপিরাইটার ও ব্যবসায়ী ছিলেন। ১৯১২ সালে তিনি স্নায়ুপীড়া পড়েন এবং ব্যবসায় ও পরিবার ছেড়ে লেখালেখিতে মনোযোগ দেন।
তিনি শিকাগো শহরে চলে যান এবং আরও তিনটি বিয়ে করেন। তার সবচেয়ে দীর্ঘস্থায়ী কাজ হল ছোটগল্প উইন্সবার্গ, ওহাইও, যা তার সাহিত্য জীবনকে প্রতিষ্ঠা পেতে সহায়তা করে। ১৯২০-এর দশকে অ্যান্ডারসন বেশক'টি ছোটগল্প সংকলন, উপন্যাস, স্মৃতিকথা, প্রবন্ধ ও কাব্য প্রকাশ করেন। যদিও সবকয়টি বই ভালো বিক্রি হয়েছিল, অ্যান্ডারসনের ১৯২০-এর দশকে নিউ অরলিন্সের অভিজ্ঞতা প্রসূত ডার্ক লাফটার (১৯২৫) তার একমাত্র সর্বাধিক বিক্রীত বই।
দ্য ট্রায়াম্ফ অব দ্য এগ: আ বুক অব ইমপ্রেশন্স ফ্রম আমেরিকান লাইফ ইন টেলস অ্যান্ড পোয়েমস (The Triumph of the Egg: A Book of Impressions From American Life in Tales and Poems, ১৯২১)
হর্সেস অ্যান্ড মেন (Horses and Men, ১৯২৩)
ডেথ ইন দ্য উডস অ্যান্ড আদার স্টোরিজ (Death in the Woods and Other Stories, ১৯৩৩)
কাব্য
মিড-আমেরিকান চ্যান্টস (Mid-American Chants, ১৯১৮)
আ নিউ টেস্টামেন্ট (A New Testament, ১৯২৭)
নাটক
প্লেজ, উইন্সবার্গ অ্যান্ড আদার্স (Plays, Winesburg and Others, ১৯৩৭)
অকল্পিত সাহিত্য
আ স্টোরি টেলার্স স্টোরি (A Story Teller's Story, ১৯২২, স্মৃতিকথা)
দ্য মডার্ন রাইটার (The Modern Writer, ১৯২৫, প্রবন্ধ)