শেল্ডন লি গ্ল্যাশো | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | কর্নেল বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Electroweak theory Criticism of Superstring theory |
পুরস্কার | ![]() |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | তাত্ত্বিক পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | বোস্টন বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
ডক্টরাল উপদেষ্টা | জুলিয়ান শুইঙার |
অধ্যাপক শেল্ডন লি গ্ল্যাশো (জন্ম ডিসেম্বর ৫, ১৯৩২) হলেন একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। বোস্টন বিশ্ববিদ্যালয়ে যোগদান করার আগে তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ইলেকট্রো-দুর্বল তত্ত্বের তিনজন আবিষ্কারকের মধ্যে তিনি একজন এবং এই অবদানের জন্য ১৯৭৯ সালে বাকী দুই আবিষ্কারক, আব্দুস সালাম এবং স্টিভেন ওয়াইনবার্গের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
গ্ল্যাশো ১৯৫৪ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব আর্টস এবং ১৯৫৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী জুলিয়ান শুইঙার। ১৯৬২ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি ১৯৬৬ সালে হার্ভার্ডের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি, হিউস্টন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে কাজ করেন।