শৈলেন্দ্র | |
---|---|
জন্ম | শঙ্করদাস কেসরিলাল ৩০ আগস্ট ১৯২৩ |
মৃত্যু | ১৪ ডিসেম্বর ১৯৬৬ মুম্বই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৪৩)
পেশা | কবি, গীতিকার |
কর্মজীবন | ১৯৪৯-১৯৬৬ |
পুরস্কার | পূর্ণ তালিকা |
শৈলেন্দ্র (৩০ আগস্ট ১৯২৩ - ১৪ ডিসেম্বর ১৯৬৬) একজন ভারতীয় হিন্দি-উর্দু কবি, গীতিকার ও চলচ্চিত্র প্রযোজক।[১] চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা রাজ কাপুর, সঙ্গীতশিল্পী মুকেশ ও সুরকার শঙ্কর-জয়কিশনের সাথে কাজের জন্য সুপরিচিত শৈলেন্দ্র ১৯৫০ ও ১৯৬০-এর দশকে বেশ কিছু সফল হিন্দি চলচ্চিত্রের গানের গীত রচনা করেছেন।[২] তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী, তিনি যহুদি (১৯৫৮) চলচ্চিত্রের "ইয়ে মেরা দিওয়ানাপান হ্যায়" গানের জন্য এই পুরস্কার অর্জন করেন। এরপর তিনি আনাড়ি (১৯৫৯)-এর "সব কুছ সিখা হাম নে" ও ব্রহ্মচারী (১৯৬৮)-এর "ম্যাঁয় গাওঁ তুম" গানের জন্য আরও দুইবার এই পুরস্কার অর্জন করেন।
শঙ্করদাস কেসরিলাল ১৯২৩ সালের ৩০শে আগস্ট তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের (বর্তমান পাঞ্জাব, পাকিস্তান) রাওয়ালপিন্ডি জেলায় এক চামার পরিবারে জন্মগ্রহণ করেন।[৩][৪][৫] তার পূর্বপুরুষগণ বিহারের আরা জেলার বাসিন্দা ছিলেন।[৬]
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৫৯ | ৬ষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ গীতিকার | "ইয়ে মেরা দিওয়ানাপান হ্যায়" - যহুদি | বিজয়ী | [৭] |
"মেরি জান" - যহুদি | মনোনীত | [৮] | |||
১৯৬০ | ৭ম ফিল্মফেয়ার পুরস্কার | "সব কুছ সিখা হাম নে" - আনাড়ি | বিজয়ী | [৯] | |
১৯৬১ | ৮ম ফিল্মফেয়ার পুরস্কার | "দিল আপনা অউর প্রীত পরাই" - দিল আপনা অউর প্রীত পরাই | মনোনীত | ||
১৯৬২ | ৯ম ফিল্মফেয়ার পুরস্কার | "হোঠোঁ পে সচ্চাই" - জিস দেশ মেঁ গঙ্গা বহতি হ্যায় | মনোনীত | [১০] | |
১৯৬৩ | ২৬তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ গীতিকার (হিন্দি) | প্রফেসর[ক] | বিজয়ী | [১১] |
১৯৬৫ | ১২তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ গীতিকার | "দোস্ত দোস্ত না রহা" - সঙ্গম | মনোনীত | [১২] |
১৯৬৭ | ১৪তম ফিল্মফেয়ার পুরস্কার | "সজন রে ঝুট" - তিসরি কসম | মনোনীত | [১৩] | |
১৯৬৯ | ১৬তম ফিল্মফেয়ার পুরস্কার | "ম্যাঁয় গাওঁ তুম" - ব্রহ্মচারী | বিজয়ী | [১৪] |