এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধে তথ্য যাচাইয়ের জন্য কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উদ্ধৃতি প্রদান করা হয়নি। (ডিসেম্বর ২০১৪) |
শৈলেশ লোধা | |
---|---|
জন্ম | [১] জদপুর শহর,রাজস্থান,ভারত | ১৫ জুলাই ১৯৬৯
পেশা | অভিনেতা,লেখক |
সন্তান | ১ |
শৈলেশ লোধা হলো ভারতীয় অভিনেতা, লেখক ও কৌতুকশিল্পী।[২][৩]
শৈলেশ লোধা হলেন একজন লেখক। তিনি তার অভিনয় শুরু করেন ভারতের সবচেয়ে চলমান টেলিভিশন ধারাবাহিক তারাক মেহতা কা উল্টা চশমা-তে। সেখাতে তিনি তারাক মেহতা চরিত্রে অভিনয় করছেন। সেখান তিনি হলেন একজন বাস্তব জীবন লেখক। তিনি তার উপদেশের মাধ্যমে তার পরম মিত্র জেঠালালকে সাহায্য করেন।
লৌধা চারটি বই লিখেছে: প্রথম দুইটি ছিল বিদ্রুপাত্মক মেজাজের। তৃতীয়টি ছিল নিজের আত্মপ্রচেষ্টা এবং তার স্ত্রী সহাতায় লিখে। দিলজাল কা ফেসবুক স্টাটাস, হল তার একটি কবিতার সংগ্রহ।[৪]
সে সোয়াতি লৌধা কে বিয়ে করেছেন।
সাল | পুরস্কার | বিষয়শ্রেণি | অনুষ্ঠান |
---|---|---|---|
২০১২ | সাবকে আনোকহা অ্যাওয়ার্ড | 'সবচেয়ে ভিন্ন উপাস্থপক' | তারক মেহতা কা উল্টা চশমা |
২০১৩ | সাবকে আনোকহা অ্যাওয়ার্ড | সাবচেয়ে আলাদা বিচারক | ওয়াহ! ওয়াহ! কিয়া বাত হেই |
২০১৪ | জি গোল্ড অ্যাওয়ার্ড | সেরা উপাস্থপক |