ভাইস সিনিয়র জেনারেল Soe Win | |
---|---|
စိုးဝင်း | |
মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী[১] | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১ আগস্ট ২০২১ | |
রাষ্ট্রপতি | মাইইন্ট সোয়ে (ভারপ্রাপ্ত) |
প্রধানমন্ত্রী | মিন অং হ্লাইং |
পূর্বসূরী | নতুন কার্যালয় |
ভাইস চেয়ারম্যান অব দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২ ফেব্রুয়ারি ২০২১ | |
রাষ্ট্রপতি | মাইইন্ট সোয়ে (ভারপ্রাপ্ত) |
চেয়ারম্যান অব দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল | মিন অং হ্লাইং |
পূর্বসূরী | নতুন কার্যালয় |
মিয়ানমার সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চীফ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩০ মার্চ ২০১১ | |
রাষ্ট্রপতি | থেইন সেইন তিন কিয়াউ উইন মাইইন্ট মাইইন্ট সোয়ে (ভারপ্রাপ্ত) |
পূর্বসূরী | ভাইস সিনিয়র জেনারেল মং আই |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | শো উইন ১ মার্চ ১৯৬০[২] |
নাগরিকত্ব | বার্মীজ |
দাম্পত্য সঙ্গী | থান থান নোয়ে |
প্রাক্তন শিক্ষার্থী | মিয়ানমার ডিফেন্স সার্ভিস একাডেমী |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | মিয়ানমার সশস্ত্র বাহিনী |
শাখা | মিয়ানমারের সেনাবাহিনী |
কাজের মেয়াদ | ১৯৮০ - বর্তমান |
পদ | ভাইস সিনিয়র জেনারেল |
কমান্ড | ডেপুটি কমান্ডার-ইন-চীফ, মিয়ানমার সশস্ত্র বাহিনী কমান্ডার-ইন-চীফ, মিয়ানমার সেনাবাহিনী |
ভাইস সিনিয়র জেনারেল শো উইন মিয়ানমারের বর্তমান উপ প্রধানমন্ত্রী এবং মিয়ানমার সশস্ত্র বাহিনীর বর্তমান ডেপুটি কমান্ডার-ইন-চীফ সহ মিয়ানমার সেনাবাহিনীর বর্তমান সর্বাধিনায়ক এবং দেশটির ন্যাশনাল ডিফেন্স এ্যান্ড সিকিউরিটি কাউন্সিল-এর একজন সদস্য।[৩][৪] ২০১২ সালের মে মাসে দেশটির সাবেক রাষ্ট্রপতি থেইন সেইন জেনারেল শো উইনকে সরকারের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত করেন। মিয়ানমারের স্টেট পিস এ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এর সাবেক ভাইস চেয়ারম্যান জেনারেল মং আই এর খুব কাছের লোক ছিলেন শো উইন। জেনারেল শো দেশটির দ্বিতীয় প্রধান সামরিক কর্মকর্তা হিসেবে অধিষ্ঠিত ছিলেন।
শো উইন ১৯৮০ সালে মিয়ানমার সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন প্রতিরক্ষা সেবা বিদ্যায়তনের (ডিফেন্স সার্ভিসেস একাডেমী) ২২তম ব্যাচের মাধ্যমে। ২০০৮ এর জুন মাসে তিনি মিয়ানমার সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় সেনাদলের (নর্দান কমান্ড) অধিনায়ক হিসেবে নিয়োগ পান।[৩] ২০১০ সালের আগস্টে শো উইন চীফ অব দ্যা ব্যুরো অব স্পেশাল অপারেশন্স এর দায়িত্বে অর্পিত হন।