শোনান বেলমারে

শোনান বেলমারে
পূর্ণ নামশোনান বেলমারে
প্রতিষ্ঠিত১৯৬৮; ৫৬ বছর আগে (1968)
মাঠলেমন গ্যাস স্টেডিয়াম হিরাতসুকা
ধারণক্ষমতা১৫,৩৮০[]
সভাপতিজাপান কিয়োশি মাকাবে
ম্যানেজারজাপান বিন উকিশিমা
লিগজে১ লিগ
২০২০১৮তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

শোনান বেলমারে (ইংরেজি: Shonan Bellmare, জাপানি: 湘南ベルマーレ) হচ্ছে হিরাতসুকা ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ জে১ লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৬৮ সালে তোয়া রিয়াল ইস্টেট ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে।[] ১৫,৩৮০ ধারণক্ষমতাবিশিষ্ট লেমন গ্যাস স্টেডিয়াম হিরাতসুকা এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাপানি সাবেক ফুটবল খেলোয়াড় বিন উকিশিমা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কিয়োশি মাকাবে। জাপানি রক্ষণভাগের খেলোয়াড় তাকুইয়া ওকামোতো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

ঘরোয়া ফুটবলে, শোনান বেলমারে এপর্যন্ত ১৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি জাপান সকার লিগ এবং ৩টি এম্পেরর'স কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে এশীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে ১৯৯৫ এশিয়ান কাপ উইনার্স কাপের শিরোপা। কোজি সাকামোতো, দাইসুকে কিকুচি, ইয়াসুনোরি তাকাদা, বেতিনিয়ো এবং কোজি নোগুচির মতো খেলোয়াড়গণ শোনান বেলমারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Stadium Capacity"bellmare.co.jp/stadium। bellmare.co.jp। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১ 
  2. Osumi, Yoshiyuki (১৯৯৫)। Yume no ishizue। Astro publishing। পৃষ্ঠা 239–267। আইএসবিএন 4755508576 
  3. "শোনান বেলমারে"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১১ মে ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]