শোভা দীপক সিং | |
---|---|
জন্ম | নতুন দিল্লি, ভারত | ২১ অক্টোবর ১৯৪৩
পেশা | সাংস্কৃতিক কর্মসচিব ফটোগ্রাফার লেখিকা |
কর্মজীবন | ১৯৬৩–বর্তমান |
পরিচিতির কারণ | শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্র |
দাম্পত্য সঙ্গী | দীপক সিং |
সন্তান | ১ |
পিতা-মাতা | লাল চরত রাম সুমিত্রা চরত রাম |
পুরস্কার | পদ্মশ্রী |
ওয়েবসাইট | Official website |
শোভা দীপক সিং হলেন একজন ভারতীয় সাংস্কৃতিক কর্মসচিব, চিত্রগ্রাহক, লেখিকা, শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং দিল্লি ভিত্তিক একটি সাংস্কৃতিক সংগঠন শ্রীরাম ভারতীয় কলাকেন্দ্রের পরিচালিকা।[১][২] ওড়িশার আদিবাসী মার্শাল নৃত্যকলা ময়ূরভঞ্জ ছৌয়ের পুনরুজ্জীবিতকরণে অবদানের জন্য তিনি সমধিক পরিচিত।[৩] ভারত সরকার ১৯৯৯ সালে তাঁকে শিল্পকলা ও সংস্কৃতিতে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করেছিল।[৪]
শোভা দীপক সিং ১৯৪৩ সালের ২১ অক্টোবর ভারতের রাজধানী নতুন দিল্লিতে ডিসিএমের লালা চরত রাম এবং প্রখ্যাত শিল্পী ও পদ্মশ্রীবিজয়ী সুমিত্রা চরত রাম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন।[৩][৫] নয়াদিল্লির মডার্ন স্কুলে স্কুল শেষ করার পর তিনি ১৯৬৩ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।