শোল Snakehead murrel | |
---|---|
শোল | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Channidae |
গণ: | Channa |
প্রজাতি: | C. striata |
দ্বিপদী নাম | |
Channa striata (Bloch, 1793) | |
Distribution of Channa striata.[২] Madagascar reports are misidentifications of C. maculata[৩][৪] | |
প্রতিশব্দ[২] | |
|
শোল (বৈজ্ঞানিক নাম: Channa striata) (ইংরেজি: snakehead murrel) হচ্ছে Channidae পরিবারের Channa গণের একটি স্বাদুপানির মাছ। এর আরো দুটি দ্বিপদী নাম আছে (Ophiocephalus striatus Bloch এবং Ophiocephalus vagus Peters.)[২]
দেহ সম্মুখে প্রায় চোঙাকৃতির এবং পশ্চাতে চাপা।[৫] শোল মাছের মাথা দেখতে সাপের মত। শোল মাছ ১ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। পূর্ণাঙ্গ শোল দেখতে ঘন বাদামি রঙের হয়, সারা গায়ে কালো ডোরা থাকে।
চীন, পাকিস্তান, ভারতের অধিকাংশ জায়গা, দক্ষিণ নেপাল, বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রচুর পরিমাণ শোল পাওয়া যায়।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে হুমকির সম্মুখীন নয়।[৫]
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।