শোলগারা Sholgara شولگره بوینهقره | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে জেলাটির অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৬°১৮′০০″ উত্তর ৬৬°৫১′৩৬″ পূর্ব / ৩৬.৩০০০০° উত্তর ৬৬.৮৬০০০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | বাল্খ প্রদেশ |
জনসংখ্যা (২০১২) | |
• মোট | ১,১০,৬০০ |
শোলগারা (দারি: شولگره, শোল(এ)-গারা, লিট "চাউল ধানের মাঠ", পুরানো নাম বয়েনা কারা, দারি: بوینهقره) আফগানিস্তানের বাল্খ প্রদেশের দক্ষিণ অঞ্চলে একটি জেলা (যার আনুমানিক জনসংখ্যা প্রায়: ১১০,৬০০)।[২] আফগানিস্তানের বাল্খ প্রদেশের একেবারে দক্ষিণ অঞ্চলে জেলাটি অবস্থান করছে। শোলগারা মাজার শরীফ (মাজার) এর দক্ষিণে অবস্থিত, কৌশলগতভাবে বেশ কয়েকটি জেলার মধ্যে সংযোগস্থল করেছে জেলাটি, যেমন: সাংচারক, কিশিনিদহ, দার-ই-সাফ। দার-ই-সুফ এবং সাংচারক তাদের তালেবান বিদ্রোহের প্রতিরোধের জন্য বেশ পরিচিত। সাধারণভাবে বলা হয়ে থাকে যে,, "শোলগার মূলত মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে"।[৩]
আফগানিস্তানের বাল্খ প্রদেশ অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |