শোলাঙ্কি রায় | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১৩ – বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ইচ্ছে নদী মন্টু পাইলট প্রথমা কাদম্বিনী গাঁটছড়া |
দাম্পত্য সঙ্গী | শাক্য বোস[১] |
শোলাঙ্কি রায়[২] একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ভারতীয় টেলিভিশন এবং ওয়েব ধারাবাহিকে অভিনয় করেন।
শোলাঙ্কি রায় ইটিভি বাংলার (কালারস বাংলা) ধারাবাহিক কথা দিলাম (২০১৪)-এ মুখ্য চরিত্রে অভিনয় করে টেলিভিশনে অভিষেক করেন। এছাড়াও তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদী (২০১৫)-এ বিক্রম চ্যাটার্জির বিপরীতে মেঘলা চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে ব্যপক সাড়া জাগিয়েছিল।[৩] তিনি জি বাংলার ধারাবাহিক সাত ভাই চম্পা[৪] এবং স্টার জলসা ধারাবাহিক ফাগুন বউ-এও অভিনয় করেছিলেন।[৫]
এছাড়াও তিনি ধানবাদ ব্লুজ,[৬][৭] পাপ এবং মন্টু পাইলটের মতো বাংলা ওয়েব ধারাবাহিকে অভিনয় করেছেন।[৮]
শোলাঙ্কি রায়ের জন্ম ও বেড়ে ওঠা ভারতের কলকাতায়। তিনি বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করেন এবং কলকাতার বিধাননগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর করেন। তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ড-ভিত্তিক ব্যাঙ্কার শাক্য বোসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৯][১০]
বছর | শিরোনাম | ভূমিকা | চ্যানেল | নির্মাতা | মন্তব্য |
---|---|---|---|---|---|
২০১৪ | কথা দিলাম | সুধা | ইটিভি বাংলা (কালার্স বাংলা) | কলোসিয়াম | |
২০১৫ - ২০১৭ | ইচ্ছে নদী | মেঘলা সেন | স্টার জলসা | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স | |
২০১৭ | সাত ভাই চম্পা | রানী পদ্মাবতী | জি বাংলা | সুরিন্দর ফিল্মস | |
২০১৮ | জামাই রাজা | তানিয়া সেন | জি বাংলা | সুরিন্দর ফিল্মস | পর্বভিত্তিক চরিত্র |
২০১৮ | ফাগুন বউ | ডা: মৃণালিনী সেনগুপ্ত | স্টার জলসা | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স | ক্ষণিক চরিত্রাভিনয় |
২০২০ - ২০২১ | প্রথমা কাদম্বিনী | ডা: কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ওরফে বিনি | স্টার জলসা | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | |
২০২১ | গাঁটছড়া | খরি ভট্টাচার্য | স্টার জলসা | অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট |
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২৩ | শহরের উষ্ণতম দিনে | অরিত্র সেন | ||
২০২২ | বাবা বেবি ও | অরিত্র মুখোপাধ্যায় | [১১] |
বছর | ধারাবাহিক | চরিত্র | প্ল্যাটফর্ম |
---|---|---|---|
২০১৮ | ধানবাদ ব্লুজ | রিদ্ধিমা | হইচই |
২০১৯ | পাপ | মিনু | হইচই |
২০১৯ | মন্টু পাইলট | ভ্রমর | হইচই |