শ্বেতা কাওয়াত্রা | |
---|---|
জন্ম | [১] | ১০ ফেব্রুয়ারি ১৯৭৬
জাতীয়তা | ভারতীয় |
পেশা | |
কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মানব গোহিল[২] (বি. ২০০৪) |
সন্তান | ১ |
শ্বেতা কাওয়াত্রা (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৭৬) একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি কহানি ঘর ঘর কি ধারাবাহিকে পল্লবী আগরওয়াল এবং কুমকুম - এক প্যায়ারা সা বন্ধন ধারাবাহিকে নিবেদিতা মিত্তলের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি বালবীর ধারাবাহিকে ভয়ঙ্কর পরী চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সি.আই.ডি., আদালত সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন।
শ্বেতা কাওয়াত্রা ২০০৪ সালে টিভি অভিনেতা মানব গোহিলকে বিয়ে করেছেন।[৩] মানব ও শ্বেতা নাচ বলিয়ে নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যেখানে মানব সরোজ খান কর্তৃক সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছিলেন। বিবাহের আট বছর পর ২০১২ সালের ১১ মে মানব ও শ্বেতার একজন কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম জাহারা তাবিথা।[৪][৫] শ্বেতা কাওয়াত্রা বৌদ্ধ ধর্ম পালন করেন। তিনি সোকা গাক্কাইয়ের একজন সদস্য।
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৫ | মাই ব্রাদার... নিখিল | আইনজীবী | |
২০১১ | মার্ডার ২ | ড. সানিয়া | |
২০১৬ | আজহার | ম্যাগাজিন সাংবাদিক | বিশেষ উপস্থিতি |
২০২২ | রাম সেতু | আইনজীবী |