শ্বেতা বচ্চন নন্দা | |
---|---|
জন্ম | শ্বেতা বচ্চন |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | সাংবাদিক ও টেলিভিমন উপস্থাপিকা ও মডেল |
কর্মজীবন | ২০০৬ থেকে বর্তমান |
দাম্পত্য সঙ্গী | নিখিল নন্দা |
সন্তান | ২ |
পিতা-মাতা |
|
আত্মীয় | অভিষেক বচ্চন (ভাই) |
পরিবার | বচ্চন পরিবার |
শ্বেতা বচ্চন নন্দা একজন ভারতীয় লেখক,[১] সাংবাদিক, হোস্ট এবং প্রাক্তন মডেল। তিনি হলেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী জয়া বচ্চনের কন্যা এবং অভিনেতা অভিষেক বচ্চনের বোন। [২] টেলিভিশনের বিজ্ঞাপনের মডেল হয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। [৩]
শ্বেতা ২০০৬ সেপ্টেম্বরে প্রথমবার মডেলিং করেছিলেন ল'অফিল ইন্ডিয়া নামে একটি ম্যাগাজিন হিসাবে। ২০০৯ সালের জুনে তিনি একই পত্রিকার সপ্তম বার্ষিক সংখ্যায় তাঁর ভাই অভিষেক বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন।
২০০৭ সালে, শ্বেতা এনডিটিভি লাভের সময় - নেক্সট জেনারেশন - বিভাগে শীর্ষস্থানীয় হয়েছেন। চ্যানেলটিতে তার একটি ধারাবাহিক সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল। [৪]
অক্টোবরে ২০১৮, শ্বেতা তার প্রথম উপন্যাস, প্যারাডাইজ টাওয়ারস, হার্পারকোলিনস দ্বারা প্রকাশ করেন। [৫][৬]