শ্রদ্ধা কাপুর | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
পিতা-মাতা |
|
আত্মীয় | দেখুন কাপুর পরিবার এবং মঙ্গেশকর-হার্ডিকর-অভিষেকির পরিবার |
শ্রদ্ধা কাপুর (হিন্দি: श्रद्धा कपूर, জন্ম মার্চ ৩, ১৯৮৭) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী, যিনি মূলত বলিউডে কাজ করে থাকেন। তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। ২০১০ সালে টিন পাট্টি চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন এবং পরবর্তীতে ২০১১ সালে লাভ কা দ্য ইন্ড চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। কাপুর আশিকি ২ প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র এবং পরবর্তীকালে বাণিজ্যিকভাবে সফল থ্রিলার এক ভিলেন (২০১৪) এবং সমালোচকদের কর্তৃক বহুল প্রশংসিত নাট্য হায়দার চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন লাভ করেন।
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১০ | টীন পাটি | অপর্ণা খান্না | |
২০১১ | লাভ কা দ্য এন্ড | রিয়া ডায়ালডাস | |
২০১৩ | আশিকি ২ | আরোহি কেশব শির্কে | |
২০১৩ | গোরি তেরে পয়োর মেঁ | বসুধা | অতিথি উপস্থিতি |
২০১৪ | এক ভিলেন | আয়েশা বর্মা | "গলিয়া" গানের প্লেব্যাক গায়িকা |
২০১৪ | হায়দার | আর্শিয়া লোন | "দো জাহান" গানের প্লেব্যাক গায়িকা[১] |
২০১৪ | আঙ্গলি | বাসন্তি | "ড্যান্স বাসন্তী" গানে বিশেষ উপস্থিতি[২] |
২০১৫ | এবিসিডি ২ | ভিনি | চিত্রগ্রহণ[৩][৪] |
২০১৬ | বাগি | সিয়া | |
২০১৬ | এ ফ্লাইং জাট | অতিথি চরিত্র | |
২০১৬ | রক অন ২ | জিয়া শর্মা | |
২০১৭ | ওকে জানু | তারা অগ্নিহোত্রী | |
২০১৭ | হাফ গার্লফ্রেন্ড | রিয়া সোমানি | মেঁ ফির ভি তুমকো চাহুঙ্গি গানের গায়িকা |
২০১৭ | হাসিনা পারকার | হাসিনা পারকার | |
২০১৮ | নওয়াবজাদে | হাই রেটেড গাব্রু গানে বরুণ ধাওয়ানের সাথে পারফর্ম করেছেন | |
২০১৮ | স্ত্রী | নাম না জানা নারী | |
২০১৮ | বাত্তি গুল মিটার চালু | ললিতা 'নটি' নটিয়াল | |
২০১৯ | সাহো | অম্রিতা নায়ের | |
ছিছোড়ে | মায়া | ||
২০২০ | স্ট্রিট ড্যান্সার | বিনীতা 'বিনী' শর্মা/এনায়েত সুদ (দ্বৈত চরিত্র) | |
বাঘী ৩ | সিয়া নন্দন | ||
২০২২ | ভেড়িয়া | অজানা | 'তুমকেশ্বরী' গানে বিশেষ উপস্থিতি[৪] |
২০২৩ | তু ঝুটি মেই মাক্কার | নিশা তিনি মালহোত্রা | [৫] |
২০২৪ | স্ত্রী ২ | সে | [৬] |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |