শ্রবণবেলগোলা | |
---|---|
শহর | |
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/India Karnataka" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র India Karnataka" দুটির একটিও বিদ্যমান নয়।Shravanabelagola/ಶ್ರವಣಬೆಳಗೊಳ | |
স্থানাঙ্ক: ১২°৫১′৩২″ উত্তর ৭৬°২৯′২০″ পূর্ব / ১২.৮৫৯° উত্তর ৭৬.৪৮৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | কর্ণাটক |
জেলা | হাসান |
উচ্চতা | ৮৭১ মিটার (২,৮৫৮ ফুট) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
জৈনধর্ম |
---|
ধর্ম প্রবেশদ্বার |
শ্রবণবেলগোলা (Śravaṇa Beḷagoḷa) হল ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলার চন্নরায়পতনের কাছে অবস্থিত একটি শহর। এই শহরের গোম্মতেশ্বর বাহুবলী মূর্তি জৈনধর্মের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির অন্যতম। তলকডের পশ্চিম গঙ্গ রাজবংশের শাসনকালে এই শহর স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের শিখরে আরোহণ করে। কথিত আছে, জৈন সন্ন্যাস গ্রহণ করে খ্রিস্টপূর্ব ২৯৮ অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য এখানেই প্রয়াত হয়েছিলেন।[১]
গোম্মতেশ্বর মূর্তি, অক্কন বসদি, চন্দ্রগুপ্ত বসদি, চামুণ্ডারায় বসদি, পার্শ্বনাথ বসদি ও অভিলেখগুলি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক ‘শ্রবণবেলগোলা স্মারকমণ্ডলী’ নামে ‘আদর্শ স্মারক মনুমেন্ট’ তালিকাভুক্ত হয়েছে।[২]