শ্রমণ জৈন | |
---|---|
জন্ম | শ্রমণ জৈন ১ জুলাই[১] |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
পরিচিতির কারণ | আদালত,[২] সাস বিনা শ্বশুরাল, ছঞ্চন, দাদাগিরি ও কমেডি ক্লাসেস[৩] |
শ্রমণ জৈন[৪] একজন ভারতীয় অভিনেতা যিনি মূলত ছোটপর্দায় কাজ করে থাকেন।
শ্রমণ জৈন আদালত [২] সাস বিনা শ্বশুরাল, ছঞ্চন, দাদাগিরি ও কমেডি ক্লাসেস এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।[৩] এছাড়া, মেরে আঙনে মেঁ ও ত্রিদেবিয়াঁ'র মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে।
আদালত ধারাবাহিকে কেডি পাঠকের সহকারী চরিত্রে অভিনয়ের আগে তিনি সাস বিনা শ্বশুরাল ধারাবাহিকে প্রাচীন চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।[৫][৬][৭] দেশি বয়েজ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার।[৮][৯]